উন্মাদ হয়ে গেছে ঢাকার মানুষ। দল বেঁধে হামলা করছে একে অপরের উপর। ভাঙচুর করছে দোকানপাট, গাড়ি-ঘোড়া, পোড়াচ্ছে বাড়িঘর। কিছু মানুষ আবার দেওয়ালে দেওয়ালে কুৎসিত ভয়াবহ এক দানবের গ্র্যাফিতি এঁকে বেড়াচ্ছে রাতের অন্ধকারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তায় নেমেছে সেনাবাহিনী। চলছে গোলাগোলি, রক্তপাত। যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে পুরো শহর।
এই যখন পরিস্থিতি, তখন খুঁজে পাওয়া গেল এক তরুণ গবেষকের লেখা প্রবন্ধ, যেখানে সে কয়েক বছর আগেই এই পরিস্থিতির কথা ভবিষ্যৎবাণী করে গেছেন। কিন্তু সেই তরুণ কোথায় এখন? নিরুদ্দেশ! কেউ জানে না তার অবস্থান।
শুরু হলো অস্তিত্ব ও সভ্যতা রক্ষার এক অবিশ্বাস্য লড়াই, যা প্রশ্নবিদ্ধ করে আমাদের চেনাজানা রিয়েলিটিকে।