আমরা কোথা থেকে এসেছি? কোথায় আছি? এবং যাচ্ছিই-বা কোথায়? জীবন ও মহাবিশ্ব কীভাবে শুরু ও বিকশিত হয়েছে? মানবসভ্যতা ও মহাবিশ্বের ভবিষ্যৎই-বা কী?
এই সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা মহাবিশ্বের সব গুরুত্বপূর্ণ ঘটনা ক্রমানুসারে সাজিয়ে একটি ‘টাইমলাইন’ তৈরি করব। আমাদের টাইমলাইন শুরু হবে বিগ ব্যাংয়ের মাধ্যমে। এরপর দেখব কীভাবে অসংখ্য গ্যালাক্সি, গ্রহ-উপগ্রহের উৎপত্তি ঘটেছিল এবং কীভাবে তারাগুলো আলো দিতে শুরু করেছিল। উদঘাটন করব পৃথিবীতে জীবনের উৎপত্তির রহস্য। উন্মোচন করব প্রাচীন এককোষী জীব থেকে বহুকোষী জীবের বিবর্তনের ইতিহাস। জানব ডাইনোসরসহ পৃথিবী দাপিয়ে বেড়ানো বিশাল সব প্রাণীর কাহিনি। দেখব মানুষ নামক অতিবুদ্ধিমান প্রজাতির উৎপত্তি, ইতিহাস ও ভবিষ্যতের কথা।
তাই যোগ দিন আমাদের এই যাত্রায়। আসুন, ঘুরে আসি সময়ের মধ্য দিয়ে।