কাহিনী সংক্ষেপ : ছোটমামার মহাবিপদ। পত্রিকায় মামার ছবি দিয়ে লিখে দেওয়া হয়েছে-'একে ধরিয়ে দিন।' ধরিয়ে দিতে পারলে পুরস্কার দেওয়া হবে। পুলিশ হন্যে হয়ে খুঁজছে মামাকে। এদিকে পুরস্কারের লোভে অন্যেরাও খুঁজছে তাকে। পালিয়ে বেড়াচ্ছেন মামা। সারাদিন গোপন জায়গায় লুকিয়ে থাকেন তিনি। কিন্তু ছোটমামার কেন এই বিপদ? তিনি যদি কোনো অপরাধ করেই থাকেন, তাহলে কী সেই অপরাধ? শেষ পর্যন্ত্ম কী হয় মামার? তিনি কি বাঁচতে পারেন? নাকি ধরা পড়েন পুলিশের হাতে?
ইকবাল খন্দকার
ইকবাল খন্দকার স্থায়ী ঠিকানা : গ্রাম-ভাবলা, উপজেলা-বেলাবাে, নরসিংদী। পিতা : মােঃ শামসুদ্দীন খন্দকার (মৃত)।। মাতা : আমিনা খাতুন। শিক্ষাগত যােগ্যতা : ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। অনার্স, মাস্টার্স। প্রকাশিত বই : ৫৩টি। লেখকের উপস্থাপনায় প্রচারিত উল্লেখযােগ্য টিভি অনুষ্ঠান : বেআক্কেলের আডডা (একুশে টিভি), ! সফদার ডাক্তার (চ্যানেল নাইন), ক্যারিকেচার (একুশে টিভি), হাসতে নেই মানা (বিটিভি), খবরের খবর আছে (চ্যানেল নাইন), প্রকৃতি ও পরিবেশ (বিটিভি), অমর একুশে বইমেলা (মাই টিভি), শিল্প প্রাঙ্গণ (বিটিভি), খবরওয়ালাদের খবর (বিটিভি), বড় মিয়া ছােট মিয়া (বৈশাখী টিভি) ইত্যাদি।