ফ্ল্যাপের কিছু কথাঃ নিজের বাসার দোতলার বন্ধ ঘরে মধ্যরাতে খুন হয়ে গেলেন আঞ্চলিক এক প্রভাবশালী দৈনিক পত্রিকার সম্পাদক। পেছন থেকে গুলি করে মারা হয়েছে তাকে। অথচ ঘরে কারো ঢোকার চিহ্ন নেই। তদন্ত করতে নেমে পুলিশ খুঁজে গেল নিহত সাংবাদিকের ব্যক্তিজীবনের কিছু অনালোকিত অধ্যায়। হত্যার মোটিভ কি সেখানেই নিহিত? পুলিশ কমিশনারের বিশেষ অনুরোধে নিজের সম্পাকের হত্যারহস্য উন্মোচনে পুলিশকে সহায়তা করতে নামে রিপোর্টার পলাশ আহমেদ। হত্যার কৌশল ও খুনিকে শনাক্ত করার পরেই বোঝা গেল পেছনে রয়েছে অন্যকিছু। প্রথমে পুলিশকে সহায়তার জন্য রাজি হলেও এক পর্যায়ে পলাশ বাধ্য হলো একা একাই প্রকৃত ঘটনা উদ্ঘাটনের পথে নামতে। উপন্যাসটির কিছু অংশ রাজশাহী থেকে প্রকাশিত সোনার দেশ পত্রিকার উদসংখ্যায় ছাপা হয়।