ফ্র্যাপে লেখা কিছু কথা সাহিত্যিক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অকৃতদার ফয়েজ আহ্মদ বৈচিত্র্যপূর্ণ জীবনের অধিকারী। রাজনৈতিকভাবে সমাজতান্ত্রিক চিন্তাধারায় বিশ্বাসী। ১৯৪৮ সালে থেকে সাংবাদিকতার সঙ্গে জড়িত। তিনি ইত্তেফাক, সংবাদ, আজাদ ও পরবর্তী সময়ে পূর্বদেশ-এ চিফ রিপোর্টার ছিলেন। সাপ্তাহিক ইনসাফ ও ইনসান পত্রিকায়া রিপোর্টিং করছেন। ১৯৫০ সালে কিশোর পত্রিকা হুল্লোড় সম্পাদনা করেন।১৯৭১ সালে স্বরাজ পত্রিকার সম্পদক ছিলেন। স্বাধীন বাংলাদেশের জাতীয় সংবাদ সংস্থার(বিএসএস) প্রথম প্রধান সম্পাদক নিযুক্ত হন। ১৯৭৩ সালে বঙ্গবার্তা দৈনিকে প্রধান সম্পাদকরূপে কাজ করেন।১৯৫২সালে প্রতিষ্ঠিত মুক্তচিন্তা ও অসাম্প্রদায়িক প্রগতিশীল লেখকদের সংগঠক পাকিস্তান সাহিত্য সংসদ-এর সাধারণ সম্পাদক ছিলেন দু’বছর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিন বছর সিন্ডিকেটের সদস্য নির্বাচিত হয়েছিলেন ৮০ ও ৯০-এর দশকে। ১৯৮২-এর দিকে বাংলা একাডেমীর কাউন্সিল সদস্য নির্বাচিত হন। কিন্তু এরশাদের সামরিক শাসনের প্রতিবাদে অন্য ছয়জনের সঙ্গে তিনি পদত্যাগ করেন। ১৯৮৩ সারে সম্মিলিত সাংস্কৃতিক জোট-এর সভাপতি নির্বাচিত হন এবং তেরো বছর এ-পদে ছিলেন। জাতীয় কবিতা উৎসব-এর আহবায়ক ছিলেন।
ভূমিকা `মধ্যরাতের অশ্বারোহী’ বাংলাদেশে সর্বাধিক প্রকাশিত সুপ্তকগুলির মধ্যে অন্যতম প্রায় প্রতিবছরই এর সংস্করণ নতুন করে প্রাশের তাগিদ আছে। এমের্ম পাঠক আদৃত অবস্থায় এই পুস্তকটি তৃতীয়বার প্রকাশিত হলো-তবে চার খণ্ড এক মলাটের অন্তর্গত। অর্থাৎ পাঠকদের সুবিধার্থে পুস্তকের চার খণ্ডকে একত্রে একই মলাটের অন্তর্গত করে এবার মধ্যরাতের অশ্বারোহী প্রকাশিত হলো। প্রকাশক মহিউদ্দিন আহমেদ ১১৪ মতিঝিল বাণিজ্যিক এলাকা থেকে দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের পক্ষে ‘মধ্যরাতের অশ্বারোহী’ প্রথম প্রকাশ করেন। প্রথম প্রকাশ ডিসেম্বর ১৯৮২ পরে নিয়মিত প্রকাশিত হতে থাকে। প্রখ্যাত শিল্পী রফিকুননবী এই পুস্তকের প্রচ্ছদ এঁকেছেন এবং অলংকরন করেছেন। পুস্তকটির এক খণ্ড জাতীয় প্রেস ক্লাবকে উৎসর্গ করা হয়।এরপরে পুস্তকটি প্রকাশের দায়িত্ব নেন জনাব মফিদুল হক তাঁর সাহিত্য প্রকাশ থেকে। পরিপাটি অবস্থায় প্রথম সাহিত্য প্রকাশ সংস্করণ প্রকাশিত হয় ২০০৩ সালে চার খণ্ডে।বাজারে বর্তমানে এই প্রকাশনাই এখন চার খণ্ডে চলছে।বর্তমানে পুস্তকটি পুনঃপ্রকাশের প্রশ্ন উঠেছে। এই পু্স্তুকের চার খণ্ড একত্রে এক মলাটের অধীনে ‘অনন্যা’ অখণ্ড সংস্করণ প্রকাশ করেছে এতে পাঠকের সুবিধা বৃদ্ধি পাবে বলে আশা করি। আমার রচনাবলীর মধ্যে অনেক পাঠকই ‘মধ্যরাতের অশ্বারোহী’কে সেরা রচনা বলে গণ্য করেন-আমি তাদের কাছে কৃতজ্ঞ। পূর্ব প্রকাশিত প্রথম চার খণ্ডের রফিকুননবীর আঁকা অলংকরণ অখণ্ড সংস্ককরণে পুনরায় ব্যবহার করছি। এজন্য রফিকুল নবী ও সাহিত্য প্রকাশ-এর কর্নধার জনাব মফিদুল হক কাছে কৃতজ্ঞ। ফয়েজ আহ্মদ ১.১.২০১২
সূচিপত্র *মধ্যরাতের অশ্বারোহী *সত্যবাবু মারা গেছেন *নন্দনে নন্দিনী *এবং তারপর
ফয়েজ আহমদ
ফয়েজ আহমদ আধুনিক বাংলা ছড়ার নন্দিত সৃষ্টিজন। তাঁর ছড়ার জগৎ বৈচিত্রময়। দেশকাল, মুক্তিযুদ্ধ, দৈনন্দিন সমাজভাবনা, জনসংগ্রাম থেকে একেবারে শিশুতোষ ভাবনার বর্ণিল প্রকাশ তাঁর ছড়ার উপজীব্য হয়েছে। ঝিলিমিলি, তা তা থৈ থৈ, ছোট ছেলে জামানের, জোনাকীসহ অসংখ্য ছড়াগ্রন্থ প্রকাশিত হয়েছে তাঁর। মজার পড়া ১০০ ছড়ায় প্রকাশিত ছড়াগুলি আমাদের শিশু-কিশোর পাঠকদের জন্য একটি বড় উপহার বলে মনে করতে পারি। বাংলা একাডেমী পুরস্কার, একুশে পদক, শিশু একাডেমী সাহিত্য পুরস্কারসহ নানা পুরস্কারে ভূষিত বরেণ্য ছড়াকার ফয়েজ আহমদ দেশখ্যাত সাংবাদিক।