শোনা যাক এক সদ্য বিবাহিতা তরুণীর গল্প, যার ধারণা, সে কাক হয়ে যাচ্ছে দিন দিন। ঘুমালেই স্বপ্নে কাক হয়ে উড়ে বেড়াচ্ছে শহর জুড়ে। অথবা শোনা যাক এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর গল্প, যে মানসপটে কাল্পনিক সব মৃত্যু দেখতে পায়। তবে প্রশ্ন হলো, মৃত্যুগুলো আসলেই কি কাল্পনিক? কিংবা অবসরপ্রাপ্ত এক কর্নেলের গল্প শোনা যেতে পারে, যার বিশ্বাস, সে মৃত। অথবা বলা যেতে পারে দেশের প্রত্যন্ত অঞ্চলে দেখা পাওয়া এক পৌরাণিক শয়তানের গল্প। এই রহস্যগুলোর সমাধান কী? মাঠে নামলেন সাইকোলজিস্ট জিব্রান আহমেদ। খুঁজে বের করলেন অকল্পনীয় সব সত্য।
এমন অনেকগুলো মনস্তাত্ত্বিক, কল্পবৈজ্ঞানিক ও রহস্য গল্প নিয়ে লেখা মোহাইমিনুল ইসলাম বাপ্পীর বই "মৃত্যুচক্র"। যার পাতায় পাতায় রোমাঞ্চ ও টুইস্ট আন্দোলিত করবে পাঠকের মনোজগৎ।