ইথার আখতারুজ্জামান এসময়ের পাঠকনন্দিত কবি। তিনি বিশ্বাস করেন এ শহর একদিন কবিতার হবে। "মিথের মতো মিথ্যে" কবির চতুর্থ কাব্যগ্রন্থ।
ইথার আখতারুজ্জামান
বাংলাদেশের একজন তরুণ কবি এবং গীতিকার ইথার আখতারুজ্জামান। জন্ম ১৯ অক্টোবর ১৯৯০ সালে। যাত্রা শুরু করেছিলেন গীতিকার হিসেবে। ২০১১ সালে তাঁর লেখা প্রথম গান ‘ফেরারী’ প্রকাশ হয়। শ্রোতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায় ‘ফেরারী’। সে সময় বিখ্যাত এফ এম রেডিও স্টেশন রেডিও ফুর্তির একটি অনুষ্ঠানে ‘Song of the month’ উপাধি পায় এই গান। পরবর্তিতে তিনি আরো অনেক গান লিখেছেন। নিজের লেখা গানের অ্যালবাম প্রকাশ করেছেন। তবে ২০২১ সালে প্রথমবারের মত প্রকাশ পায় তাঁর লেখা কবিতার বই ‘নৈঃশব্দ্যের ঘোর’ ।