বৃটিশ রাজ্যের শেষ ভাইসরয় স্যার মাউন্টব্যাটেন। তার সময়েই ভারত স্বাধীন হয়, দুটি পৃথক রাষ্ট্র ভারত ও পাকিস্তানের প্রতিষ্ঠার মাধ্যমে। বিভক্তি, সংঘাত ও দ্বন্ধের মধ্যে ছিল ভারতের রাজনীতি। সাম্প্রদায়িক দাঙ্গা ও আঞ্চলিক বিবাদ, অনেক রক্ত-ক্ষরণের মধ্য দিয়ে প্রাপ্তির সন্তোষ-অসন্তোষের দোল-চালে প্রতিষ্ঠিত হয় দুটি দেশ। জন্ম ভূমির ভিটে-মাটি ছেড়ে লাখো লাখো পরিবারের স্থানান্তরের মানবিক বিপর্যয় , আবার বৃটিশের অধীন রাজা-নওয়াবদের রাজ্যগুলোর রাষ্ট্রভুক্তির বিষয়টিও কম কঠিন ছিল না। বিশেষ করে হায়দারকবাদ, জুনাগড় ও কাশ্মীর। সে সংঘাত এখনও চলছে কাশ্মীর প্রশ্নে।
এ গ্রন্থের রচয়িতা অ্যালান ক্যাম্বেল-জনসন ছিলেন শেষ ভাইসরয়ের প্রেস সচিব। তিনি অতি নিকট থেকে তৎকালীন দ্বন্ধ সংঘাত সংকুল আর্থসামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি শুধু অবলোকন-পর্যবেক্ষণই করেননি, পুরো পরিস্থিতিতে তাঁর ছিল প্রত্যক্ষ অংশগ্রহণও । ওই উত্তাল দিনগুলোর বিস্তৃত দিনলিপি বলেই গণ্য করা যায় মিশন উইথ মাউন্টব্যাটেন গ্রন্থটিতে।