বই থেকে: বৃষ্টির সম্ভাবনা নাই তবু তোমার থেকে দূরে আছি— কল্পনা করি পৃথিবীতে এখন আষাঢ় মাস। একটা ছিপছিপে দোকানে আমরা আটকা পড়ব বলে আকাশে মেঘ জমে আছে। জানি না, পাশাপাশি দাঁড়ালে সুখী দেখায় কি না বাতাসে বাউল গন্ধ, একটা সুসংবাদের মতো আচমকা মনে পড়ে যাও যেখানেই থাকি জানালার ছলটুকু এই পর্দা সরাতে গেলে তুমি যেন আমার কথাই ভাবো সারাদিন কত দৃশ্য হয়ে উঠি বারান্দায় শুকনা কাপড়, কোনো দুপুরে ঘুমের মধ্যে বিড়ালের নির্জনতা ঢুকে যায় শোনো, পৃথিবীতে কত গান! আর প্রতিটা সুরের মধ্যে আমাদের হেঁটে যাওয়া আছে
রুম্মানা জান্নাত
Overall Ratings (0)