মিসরীয় সভ্যতাকে বিশ্বের প্রাচীন সভ্যতা বলে ধরা হয়। এখন থেকে পাঁচ হাজার বছর পূর্বের (খ্রিস্টপূর্ব ৩১০০ সন থেকে) এই সভ্যতা অপরিবর্তিত থাকে খ্রিস্টপূর্ব ৩০ সনের রোমানদের মিসর দখল পর্যন্ত। প্রাচীন যুগের প্রথম দিকের রাজারা (যাদেরকে ফেরাউন উপাধিতে ডাকা হতো) মারা গেলে তাদের সমাধি প্রথম দিকে শুধু মাটি, তারপরের দিকে ইট দিয়ে বানানো হতো এবং সমাধি চেম্বারে তাদের ব্যবহার্য মূল্যবান জিনিস এবং তাদের জন্য খাবার ইত্যাদি রেখে দেয়া হতো। এমনকি তৎকালীন এক রানীর সমাধি চেম্বারে তার আদরের কুকুরকেও রানীর সাথে সমাধিস্থ করে রাখা হয়।