গাড়ি কই দেখলেন? আমাদেরকে তো বিসিবির গাড়ি বাসায় ড্রপ করবে। তা ছাড়া বের হলেই মানুষের প্রচণ্ড ভিড়। আমাদেরকে সংবর্ধনা দিতে অনেক মানুষ এসেছে। সাংবাদিকরাও আছেন। এ সবই আমি এনজয় করি। মাই বিলাভড সিস্টার এখন খ্যাতিমান ক্রিকেটার, সেলিব্রিটি। এটি আমার গর্ব বটে। যদি তুমি আমাকে ভাই হিসেবে অস্বীকার না করো।
রুবি কৌশলে আটকে গেল। সে বলল, দেখুন ভাইয়া, এগুলো আমার খুব একটা ভালো লাগে না। তবে সাংবাদিকরা তো নাছোড়বান্দা, তাই দু-এক কথা বলতে হয়।
―অবশই বলবে। এটা তোমার প্রাপ্য সম্মান। এটা হওয়া উচিত। আমিও তোমাকে সংবর্ধনা জানাতে ঢাকায় এসেছি।