ম. মনিরউজ্জামান প্রণীত মীর মশাররফ হোসেন প্রসঙ্গে শীর্ষক গ্রন্থে আধুনিক কালের বাংলা সাহিত্যের প্রথম পর্বের অন্যতম সব্যসাচী লেখক মীর মশাররফ হোসেনের জীবন-তথ্যকে নতুনভাবে বিশ্লেষিত হয়েছে। এতে এমন কিছু দুর্লভ প্রামাণ্য সংকলিত হয়েছে যাতে এই গ্রন্থটি অসামান্য হয়ে উঠেছে। গ্রন্থটির গুরুত্বপূর্ণ একটি দিক হলো-এতে মীর মশাররফ হোসেনের সামগ্রিক রচনাকর্মের পরিচিতি অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি মীর মশাররফ হোসেনের জন্মতারিখ সম্পর্কিত বিতর্কের অবসানের উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া, এই গ্রন্থের পরিশিষ্টে মীর মশাররফ হোসেনের ‘অপ্রকাশিত আত্মজীবনী’ এবং ‘বংশাবলী’র পাঠ নিরূপণে যুক্তিনিষ্ঠ বিশ্লেষণ প্রযুক্ত হয়েছে।
সার্বিক বিচারে মীর মশাররফ হোসেন প্রসঙ্গে শীর্ষক গ্রন্থটি মীর মশাররফ হোসেন বিষয়ক গবেষণার নতুন দিগন্ত উন্মোচনকারী একটি অনন্য দলিল। গ্রন্থটি বাংলা ভাষা, সাহিত্য, ফোকলোর, সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান, ইতিহাস, সংগীত প্রভৃতি বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের সহায়ক হবে বলে প্রতীয়মান হয়।