রাত থাকতে থাকতে ঘুম থেকে উঠে শারীরচর্চা, তারপর স্টুডিওতে গিয়ে ঢোকা। রেডিও জকি হিসাবে টানা আড়াই-তিন ঘণ্টা লাগাতার বকবক করার পরে গিয়ে ঢোকা মীরাক্কেল-এর সেট-এ। সে শুটিং চলে প্রায় রাত এগারোটা পর্যন্ত। এর মধ্যেই আছে আর পাঁচটা বাবার মতো মেয়েকে স্কুল থেকে নিয়ে আসা, বাড়ির নানা দায়িত্ব সামলানো। আছে তাঁর নিজস্ব ব্যান্ড ব্যান্ডেজ-এর জন্যে রিহার্সাল, তার শো। ব্যক্তি মীরের প্রতিদিনের পরিশ্রম, নিজের কাজের প্রতি নিষ্ঠা, অগণিত মানুষের পাশে অসময়ে দাঁড়ানোর অভ্যাস এবং আজকের সাফল্যের পেছনে দীর্ঘদিনের আপোষহীন লড়াই -- এগুলো অনায়াস ভঙ্গিতে পাঠকের সামনে তুলে ধরেছেন শতরূপা বোস রায়। মীর সম্পর্কে তাঁর সমসাময়িক বিভিন্ন মানুষের পর্যালোচনা এই বইয়ে অন্য একটা মাত্রা যোগ করেছে। প্রচ্ছদশিল্পীঃ পার্থপ্রতিম দাস