স্বৈরাচারের রোষানলে পড়ে নিষিদ্ধ হয়েছিলো নিভৃতচারী এই কবির প্রথম কাব্যগ্রন্থ ‘এই অবরুদ্ধ মানচিত্রে’। অথচ দ্রোহ নয়, প্রেমই তাঁর কবিতার মূল চালিকাশক্তি। ফল্গুধারার মতো তা সর্বব্যাপ্ত এবং সতত সচল। তাঁর কবিতার পরতে পরতে জড়িয়ে থাকে সঙ্গীতের মতো আশ্চর্য এক স্নিগ্ধতা। আর সেই স্নিগ্ধতার সম্মোহন কতোটা হৃদয়স্পর্শী ও সংক্রামক হতে পারে মিনার মনসুরের প্রেমের কবিতার নিবিষ্ট পাঠকমাত্রই তা জানেন। একদিকে পাহাড়ি ঝরনার মতো নিখাদ নির্মল সাবলীল তার প্রবাহ, অন্যদিকে চরণে চরণে নূপুরের মায়াবী ঝঙ্কার। মাটিলগ্ন কিন্তু অনন্তের অভিসারী। দেহজ কুসুম কিন্তু অবলীলায় ছাড়িয়ে যায় দেহের সীমানা। জড় ও জঙ্গমের, নিত্য ও অনিত্যের, সর্বোপরি শিলা ও সঙ্গীতের এ এক অপূর্ব যুগলবন্দী। একেবারেই স্বতন্ত্র সেই স্বাদ, সেই কণ্ঠস্বর।
মিনার মনসুর
মিনার মনসুর, একজন প্রখ্যাত কবি ও লেখক, জন্ম ২০ জুলাই ১৯৬০ সালে চট্টগ্রামের পটিয়া উপজেলার বরলিয়া গ্রামে। সত্তরের দ্বিতীয়ার্ধে লেখালেখি শুরু করেন এবং মূলত কবি হলেও গদ্যেও দক্ষতার পরিচয় দেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলাভাষা ও সাহিত্যে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন, যেখানে উভয় পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্তির জন্যে শহীদ নূতন চন্দ্র সিংহ স্মৃতি পুরস্কার লাভ করেন। বর্তমানে তিনি জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে কর্মরত আছেন। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে "এই অবরুদ্ধ মানচিত্রে," "মা এখন থেমে যাওয়া নদী," এবং "অতল জলের টানে" উল্লেখযোগ্য। এছাড়া তিনি গবেষণা, প্রবন্ধ, জীবনী এবং কিশোর গল্পগ্রন্থও রচনা করেছেন, এবং মুক্তিযুদ্ধের ইতিহাস ও ব্যক্তিত্বদের নিয়ে গুরুত্বপূর্ণ সম্পাদনা করেছেন।