নিজস্ব ল্যাবরেটরিতে মাইক্রোস্কোপিক পিঁপড়া ‘মাইক্রোপিপ’ তৈরি করে গােটা দুনিয়ায় সাড়া ফেলেছেন ঢাকার বিজ্ঞানী সফদর হাশমী। কিন্তু লােভে পড়ে মাইক্রোপিপের গবেষণা স্ক্রিপ্ট ও টেকনােলজি চীনা। বায়ােটেকনােলজি কোম্পানি ‘ওয়ার্ল্ড অ্যাগ্রোর কাছে। বিক্রি করে দেয় হাশমীর এক সহযােগী। এরপর দ্রুত মাইক্রোপিপের উৎপাদন করে সারাবিশ্বের সবুজ ফসল নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে মাঠে নামে ওয়ার্ল্ড অ্যাগ্রো। পৃথিবীর সব ফসলে পিপ সংক্রমণ ঘটিয়ে অঙ্কুরােদ্গমের জেনােম কোড বদলে দিতে থাকে কোম্পানিটি। লক্ষ্য শুধু তাদের উৎপাদিত শস্যবীজ দিয়ে পুরাে বিশ্বের কৃষি অর্থনীতি নিয়ন্ত্রণ করা। কিন্তু নিজের আবিষ্কারের চরম অপব্যবহারে পৃথিবীর কৃষকদের হাজার বছরের ঐতিহ্যকে ধ্বংস হতে দেখে মরিয়া হয়ে ওঠেন বিজ্ঞানী সফদর হাশমী।
রকিবুল ইসলাম মুকুল
রকিবুল ইসলাম মুকুল লেখক ও সাংবাদিক। গদ্য এবং কবিতা দু’মাধ্যমেই সমান তালে লিখছেন। জন্ম রংপুরের পায়রাবন্দে। ছােটোবেলা থেকেই সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা। স্কুল থেকেই লিখছেন বিভিন্ন জাতীয় দৈনিকে। পড়াশুনা—ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন এবং তথ্য ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের স্নাতকোত্তর। সাংবাদিকতায় বাংলাদেশ প্রেস ইনষ্টিটিউট থেকে স্নাতকোত্তর ডিপ্লোমাসহ দেশি-বিদেশি কর্মশালায় প্রশিক্ষণ নিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন, ঘুর্ণিঝড় স্যাণ্ডি, জাতিসংঘের সাধারণ অধিবেশন, মালয়েশিয়ার স্বাধীনতা দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠান, সার্ক শীর্ষ সম্মেলনসহ দেশি-বিদেশি বিভিন্ন আলােচিত খবরের সঙ্গে নিজেকে যুক্ত করেও অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ করেছেন। ২০১৩ সালে বৈশাখী টেলিভিশনের ‘তােমার গল্পে সবার ঈদ’ প্রতিযােগিতায় সেরা গল্পকার নির্বাচিত হয়েছেন। স্কুল ট্রিপে নাসা অভিযান, নদীর নাম ময়ুরাক্ষী, এখন অনেক রাত এবং সেন্টমার্টিনে লেখকের প্রকাশিত সাহিত্যকর্মগুলাের মধ্যে উল্লেখযােগ্য।