গোলগাল পুতুলের মতো চেহারা, গোলাপি কানদুটো একটু ভাঁজ হয়ে আছে। চারপাশে তখন গোলাবারুদের আওয়াজ। সদ্যজাত ছেলের দিকে তাকিয়ে অবাক হয়ে ভেবেছিলেন বাবা-মা, এতো ধ্বংসের মধ্যে এমন সুন্দর দেবশিশু এলো তাদের ঘরে! সেদিনের সেই ছোট্ট শিশু আজ ৩৫ বছরের টগবগে পুরুষ। অবাক হয়ে তার দিকে তাকিয়ে আজ শুধু তার বাবা-মা না, পুরো বিশ্ব। ফুটবলের মাঠে যিনি খেলেন না, ছবি আঁকেন। তৈরি করেন শিল্প। ফুটবল শিল্পী, ফুটবলের জাদুকর লিওনেল মেসির জন্য, তাকে নিয়ে এই বইটা!
সাদিয়া ইসলাম বৃষ্টি
সাদিয়া ইসলাম বৃষ্টি। জন্ম ২রা মার্চ, ১৯৯৪, নানুবাড়ি ঝিনাইদহে। বাবা জাহিদুল ইসলাম, মা রােজী ইসলাম, ভাই বাঁধন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে এমএসএস শেষ করে বর্তমানে একটি ডিজিটাল এজেন্সিতে কর্মরত আছেন। লেখা এবং কাজ করার সুযােগ হয়েছে বহুক্ষেত্রে। বর্তমানে বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত লিখছেন।