ভূমিকা পিয় পাঠক, কিংবদন্তী নায়ক অ্যালান কোয়াটরমেইনের স্মৃতিকথায় আপনাকে আরও একবার স্বাগতম। তিনি এবার শোনাচ্ছেন তাঁর কৈশোরের গল্প, প্রথম প্রেমের কাহিনি, ‘রাতের আকাশের দিকে তাকিয়ে হাজার তারার ভিড়ে আজও ওকে খুঁজি আমি। তখন ছলছল চোখে দাঁড়িয়ে থাকতে দেখি একটা ছায়াকে -মেরি ম্যারাইস, আমি ছাড়া যে ছায়ার কথা ভুলে গেছে সবাই। ‘ কে এই মেরি? কী তার কাহিনী? ওর কথা বলতে এত বছর পরকেন মুখ খুলেছেন অ্যালান কোয়াটারমেইন? এই উপন্যাসে আছে কেপকলোনির সংঘপাত ময় ইতিহাসের কথা। ইংরেজ, বোয়া আর আফ্রিকান আদিবাসীদের সাংঘর্ষিক পরিস্থিতির মাঝে জন্ম-নেয়া নিখাদ আর পবিত্র এক প্রেমের বর্ণনা দিচ্ছে এ উপন্যাস।আত্নত্যাগ যদি হয় ভালোবাসার অন্যতম প্রতিশব্দ তাহলে স্যার হ্যাগার্ডের এ উপন্যাস সেই শব্দের সার্থক প্রতিরূপ। অ্যাডভেঞ্চার আর অ্যাকশনে ভরপুর এই প্রেম কাহিনিটি সত্যিই সংগ্রহে রাখার মতো।
সায়েম সোলায়মান
সায়েম সােলায়মানের জন্ম ১৯৭১ সালের ২৩ জুলাই। লেখালেখিতে তাঁর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ কিশােরপত্রিকার মাধ্যমে, ১৯৯২ সালে। ২০০৪ সাল থেকে রহস্যপত্রিকায় নিয়মিত হওয়ার পাশাপাশি অনুবাদধর্মী | উপন্যাসের কাজে নিয়ােজিত হন।
পেশাজীবনে তিনি একজন ব্যাংকার। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রাণীবিজ্ঞানে অনার্স এবং মাৎস্যবিজ্ঞানে মাস্টার্স করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিজিডিআইটি সমাপ্ত করেন। এরপর একটি আইএসপি-তে কিছুদিন কাজ করার পর যােগ দেন বেসরকারি একটি ব্যাংকে। সেবা, আদী, রােদেলা ও প্রতিচ্ছবি প্রকাশনী থেকে এখন পর্যন্ত ৪০ টির বেশি বই বেরিয়েছে তার।
হেনরি রাইডার হ্যাগার্ড
স্যার হেনরি রাইডার হ্যাগার্ড একজন বিখ্যাত ইংরেজ ঔপন্যাসিক। তিনি ইতিহাস আশ্রিত দুঃসাহসিক কাহিনী নিয়ে উপন্যাস রচনায় ছিলেন সিদ্ধহস্ত। তিনি এমনসব অঞ্চল নিয়ে লিখেছেন যেগুলো ইংরেজদের কাছে ছিল অনেকটাই অপরিচিত এবং তথাপি অদ্ভুত। সলোমনের গুপ্তধন তার সেরা কীর্তি হিসেবে পরিগণিত। এটি সাহিত্য জগতে একটি ক্লাসিক হিসেবে সমাদৃত হয়।