১৯৪৭ সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে পাকিস্তানের অভ্যুদয় এই ভূখণ্ডের ভৌগোলিক সীমানার ভেতর বসবাসকারী মুসলমানদের মধ্যে এক সুন্দর ভবিষ্যতের স্বপ্নের জন্ম দিয়েছিল। কিন্তু স্বল্পতম সময়ে সেই স্বপ্নের অবসান ঘটে। ১৯৫২ সালে ভাষার দাবিতে আন্দোলন পরিণত হয় অধিকার রক্ষার আন্দোলনে। এই মোহমুক্তি থেকেই জন্ম নেয় অসাম্প্রদায়িক ও প্রগতিশীল ছাত্রদের সংগঠন পাকিস্তান ছাত্র ইউনিয়ন। এশিয়াটিক সোসাইটি প্রকাশিত বাংলাদেশের ইতিহাস (প্রথম খণ্ড) বইয়ে বলা হয়েছে, ভাষা আন্দোলন হতে বাম আন্দোলনের শক্তি বৃদ্ধি পায়। ভাষা আন্দোলনের সফল গণতান্ত্রিক চেতনাকে ধরে রাখার লক্ষ্যে ১৯৫২ সালের এপ্রিলে অসাম্প্রদায়িক, সাম্রজ্যবাদবিরোধী প্রগতিশীল দৃঢ়চিত্ত ছাত্রদের নিয়ে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন গঠিত হয়।