Hemingway’s hard drinkers and hired hands, bullfighters and boxers, gangsters and gunmen will spring to life in his exceptionally evocative stories collected in this book. Divorce, infidelity and death are a few other themes poignantly and powerfully portrayed. In this anthology, he showed that it is possible, within the space of a few pages, to recreate a scene with absolute truth, bringing to life minutiae observed only by the eye of a uniquely skilled artist. Some of the titles included in the book are The Killers, Hills like White Elephants, A Simple Enquiry, Ten Indians, A Canary for One, The Undefeated, An Alpine Idyll, and Now I Lay Me, among others.
About Ernest Hemingway Hemingway was born in the United States and was an author and journalist. He has written several classic short stories and novels. He was honoured with the Nobel Prize in Literature in the year 1954. He served in the army during the First World War which inspired him to write A Farewell to Arms. He committed suicide in 1961. His other works include the most famous titles like The Sun Also Rises, To Have and Have Not, In Our Time, For Whom the Bell Tolls, and Across the River and into the Trees among many other works.
আর্নেস্ট হেমিংওয়ে
১৯৫৩ সালে পুলিৎজার এবং ১৯৫৪ সালে সাহিত্যে নােবেল পুরস্কার অর্জনকারী স্বনামখ্যাত কথাসাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ে। তিনি ১৮৯৯ সালের ২১ জুলাই আমেরিকার শিকাগাে শহরের ওকপার্কে জন্মগ্রহণ করেন। স্থানীয় পাবলিক হাইস্কুল থেকে ১৯১৭ সালে গ্রাজুয়েশন ডিগ্রি লাভ করে সাংবাদিকতা পেশা বেছে নেন। ক্যানসাস সিটি স্টার পত্রিকায় কাজ করার সময় আমেরিকার রেডক্রস সমিতির ড্রাইভার হিসেবে প্রথম বিশ্বযুদ্ধে। অংশগ্রহণ করেন। এ সময় তাঁকে ইতালির যুদ্ধক্ষেত্রে দায়িত্ব পালন করতে হয়। স্কুলজীবন থেকেই লেখালেখির প্রতি অনুরক্ত ছিলেন। হেমিংওয়ে। তাঁর ছােটগল্পে উঠে আসে সংগ্রামী মানুষ ও সমাজের অবহেলিত জনসাধারণের অভাব অভিযােগের কথা। অজস্র ছােটগল্প লেখার ফাকে ফাকে হেমিংওয়ে বেশকিছু উপন্যাসও লেখেন। এর ভেতর অন্যতম বলে স্বীকৃত উপন্যাস হলাে : দ্যা সান অলসাে রাইজেস, এ ফেয়ারওয়েল টু আর্মস, ফর হােম দ্য বেলস টোলস, আইল্যান্ড ইন দ্য স্ট্রিম, দ্য গার্ডেন অব ইডেন, টু অ্যাট ফাস্ট লাইট এবং দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি।
বহুমাত্রিক চরিত্রের অধিকারী আর্নেস্ট হেমিংওয়ে ১৯৬১ সালের ২ জুলাই বন্দুকের গুলিতে আত্মহত্যা করেন।