কিছু মানুষ ভালো থাকার আশায় এই শহরকে ভালোবেসে তার বুকে বসতি গড়ে। কিন্তু শহর তাদেরকে ভালোবাসতে পারে না। দিনশেষে অনেকেই ভালো নেই। অনেক অজানা সমীকরণে বাঁধা। তবু কেউ জিজ্ঞেস করলে তারা বলে, “ভালো আছি।” মনের গহিনে কষ্ট রেখে ভালো আছি বলতে বলতে কিছু মানুষ খুব ক্লান্ত। এই ক্লান্তি বুকে নিয়েই দুঃখ-আনন্দের মেঘ দিয়ে তারা কল্পনার মেঘকুটির তৈরি করে। একসময় তারা সত্যি সত্যি মেঘ হয়ে যায়, দূরের মেঘ। জীবনের শেষে অথবা সম্পর্কের শেষে শুধু স্মৃতি থাকে, সময়টা হারিয়ে যায়।
তানজিম তানিম
নাম মুহাম্মদ তানজিমূল ইসলাম। লিখে থাকেন 'তানজিম তানিম' নামে। তিনি গল্প বলেন, যে গল্প জড়িত মানুষের সাথে, ফুলের সাথে, পাখির সাথে, এই পৃথিবীর সাথে। তিনি এই দুনিয়ায় থেকে গল্প বলেন এই মহাবিশ্বের মানুষের গল্প। যা মানুষ নিজেকে জানতে এবং ভাবনায় ভাবতে অনুপ্রাণিত করে।
তিনি যেভাবেই বলেন না কেন, তার গল্পগুলো সর্বদা মানুষের অভিজ্ঞতার মধ্যে নিহিত থাকে। প্রেম, ক্ষতি, আশা এবং মুক্তি সম্পর্কে লেখেন। এমন চরিত্রদের নিয়ে লিখেন যারা পৃথিবীতে তাদের জায়গা খুঁজে পেতে সংগ্রাম করছে। এমন লোকদের সম্পর্কে লিখেন যারা একটি পার্থক্য করার চেষ্টা করছে।
লেখক বিশ্বাস করেন যে গল্পগুলো পৃথিবী পরিবর্তন করার ক্ষমতা রাখে। মানুষ হিসাবে বেড়ে উঠতে, শিখতে এবং আরও ভাল মানুষ হতে সাহায্য করতে পারে- তাই তিনি গল্প বলেন, লেখেন।
আপনি যদি আপনাকে অন্য জগতে নিয়ে যাওয়ার জন্য, আপনাকে হাসাতে বা কাঁদানোর জন্য বা আপনাকে বিনোদন দেওয়ার জন্য একটি গল্প খুঁজছেন, তাহলে আপনাকে এ যাত্রায় তানজিম তানিমের সাথে যোগ দিতে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আশা করি আপনি গল্পগুলোতে ভালবাসার কিছু খুঁজে পাবেন।
আন্তর্জাতিক অঙ্গনে বেশ কিছু গবেষণা প্রবন্ধও রয়েছে এ ছড়াকার, কবি ও সাহিত্যিকের। সবসময় হাসিখুশি ও মিশুক এই লেখক বিশ্বাস করেন মাদক নয়, একদিন বইয়ের নেশায় আসক্ত হবে পৃথিবী। আড্ডা দিয়ে জীবনকে সুখী করতে চান! হয়তো কোনদিন আপনার সাথেই আড্ডা হয়ে যাবে এই লেখকের!
প্রকাশিত উপন্যাসসমূহ:
মেঘকুটির
কাঁকন
তক্ষক
পুরস্কার:
কবি ও কবিতার ভুবন পুরস্কার