পুঁজিবাদী সমাজের শোষক শ্রেণির পাশাপাশি মধ্যবিত্তদের জীবনে নতুন করে ধেয়ে আসছে গত শতাব্দীর সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক ঝড় 'Great Depression', ইতোমধ্যেই যার প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব পড়তে শুরু করেছে সারাবিশ্বে।
এই দু'য়ের যাতা কলে পড়ে মধ্যবিত্ত পরিবারগুলো আবার হারিয়ে ফেলছে তাদের সুখ, শান্তি, সৌন্দর্য। পরিবারের মানুষগুলোর মধ্যেই তৈরি হয়ে যাচ্ছে দূরত্ব, কমে যাচ্ছে একের প্রতি অন্যের সহনশীলতা।
মধ্যবিত্তের বাবাদের লড়তে হয় দারিদ্র্যের সাথে; শোষণের সাথে, রক্তচোষা নিয়ম-নীতির সাথে, উপহাস করা মানুষদের সাথে, রাগের সাথে, ক্ষোভের সাথে।
লড়তে হয় চির অবাধ্য বার্ধক্যের মতো বেড়ে যাওয়া জীবন সংগ্রামের সাথে।
লড়াই করতে করতে একটা সময় এসে তারা চেপে যান, থেমে যান। কোনো কোনো বাবা লড়াই করতে করতে একটা সময় নিজের অস্তিত্বটাই হারিয়ে ফেলেন, আবার কোনো কোনো বাবা শত দুঃস্বপ্নের মাঝেও স্বপ্ন বুনেন; প্রতীক্ষায় থাকেন- একটি সুখী, সুন্দর জীবনের৷
প্রতীক্ষায় থাকেন একটি মেঘফুলের।