সুখের কথা বলতে গেলে দুঃখগুলাে কোথায় রাখি। দুঃখের কথা বলতে এলে যায় পালিয়ে সুখের পাখি। সুখের কথায় হাসির মাঝে ইশারা দেয় জীবন সফল দুঃখের কথায় মলিন বদন নয়নযুগল অশ্রুসজল। সুখ যদি না থাকত ভবে দুঃখ কিসে বােঝা যেত দুঃখ ছেড়ে সুখ সন্ধানে মানুষ কি আর মগ্ন হত। সুখ-দুঃখ কান্না-হাসি থাকে তারা পাশাপাশি জীবনযুদ্ধে রেলের বগি চলতে থাকে বারমাসি।