‘মেঘের মায়া’ মূলত ভালোবাসা এবং কিছু রক্তের সম্পর্কের ঠুনকো টানকে ঘিরে তৈরি হওয়া একটা উপন্যাস। যেখানে মেঘের মতো হাজারো যুবক সব হারিয়ে নির্দিষ্ট শখের মানুষকে পাবার আকাঙ্ক্ষায় বেঁচে থাকতে চায়।
মেঘ ততক্ষণই ভাসে যতক্ষণ বাতাসের মেঘের প্রতি মায়া থাকে আর মেঘের আকাশের প্রতি। যখনই তার মন মাটির দিকে প্রযত্ন পায় তখনই ঝরে পড়ে বৃষ্টি রূপে। সবকিছুর শেষে মেঘ তো নীচ থেকেই সৃষ্টি হয়, তাই না! আর মায়া হারিয়ে এলোমেলো হয়ে মাটিতেই মিশেল হয়।