জাবির মাহমুদের ছড়া পড়তে পড়তে নিজের স্মৃতি আর ঐতিহ্যের গহীনে ডুবতে থাকবেন আপনি। শব্দ আর বাক্যের বুননে দোলে ওঠবে চৈতন্য। আবেগ-অনুভবে নামবে হারিয়ে পাওয়ার শিহরণ।
প্রতিটি ছড়াই সম্ভাবনার নতুন একটি দুয়ার। ফুলের ডালে পরী নাচিয়ে কর্পোরেট পৃথিবীর হেমন্তকে মেকি বলে প্রকৃতির বিপর্যয়ে আপনার দৃষ্টি আটকে দেওয়ার মুন্সিয়ানা দেখিয়েছেন ছড়াকার। লাঙল, জোয়াল, ঢেকি অনুষঙ্গ হয়েছে তার ছড়ার; অনুষঙ্গগুলো আপনার ভেতরের সুখস্মৃতিকে রোমন্থিত করবে। শিশু-কিশোরের মন ও মননকে অনুসন্ধিৎসু করবে। আনন্দ দিবে নিখাঁদ।
প্রেম, হাহাকার, ঐতিহ্য, আনন্দ ইত্যাদি মিলিয়ে জাবির মাহমুদের এই প্রয়াস আমাদের শিশু-কিশোর প্রজন্মকে আন্দোলিত করবে। নিশ্চয়তা দিচ্ছি বড়রাও ঠকবেন না এই ছড়াগুলো পাঠে। পাঠশেষে বলবেন, ‘এভাবেও ভাবা যায়! এইরকমও বলা যায়!
জাবির মাহমুদ
Overall Ratings (0)