মেঘাবৃতা মানবিকতা বোধ জাগ্রত করার প্রধানতম হাতিয়ার আতিœক সংস্কার। সাহিত্য মাধ্যমকে সেই হাতিয়ারে পরিনত করার দৃঢ় প্রত্যয়ী লিপি মনোয়ার সমাজের নিম্ন শ্রেণী থেকে উচ্চশ্রেণী এশিয়া থেকে ইউরোপসহ সমগ্র বিশ্বের মানব জীবনের বিচিত্র অভিজ্ঞতার আলোকে বিশ্লেষণ করে আমাদের সমাজের জন্য রচনা করছেন বৈচিত্রময় অভিনব গল্প-উপন্যাস ও আলোকিত চরিত্রসমূহ। মানবিক প্রেমের উপখ্যান, মনোজগতে একান্ত আপন ভাবে নিভৃতে খেলা করে যেসব বাস্তবিক চিত্র তার অন্তর্নিহীত অনুভূতিকে পূর্ণাঙ্গ বর্ণনায় তুলে আনেন পাঠকদের জন্য। লিপি মনোয়ার এর সমৃদ্ধ গ্রন্থ ভান্ডারে সংযুক্ত হলো আরো একটি নতুন ভিন্নতর উপন্যাস ‘মেঘাবৃতা’। লেখক পরিচিতি: লিপি মনোয়ার লিপি মনোয়ার । বাবা মাহবুবুর রহমান খান । মা আমেনা বেগম (সারাহ্) ।স্বামী মনোয়ার হোসেন পাঠান। জন্ম- ১লা আক্টোবর , গোপালগঞ্জ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে (সম্মানসহ) এম এ পাশ করেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এল এল বি পাশ করেন। পি এইচ ডি গবেষণারত। ছাত্রজীবন থেকেই তিনি শিল্প সাহিত্য সাংস্কৃতি ও সমাজসেবায় নিয়োজিত। অধ্যাপনা দিয়ে কর্মজীবন শুরু করলেও বর্তমানে শুধু সাহিত্য ও সংস্কৃতিতে নিবেদিত। তিনি বাংলা সাহিত্যের সেইসব লেখকদের একজন যিনি শিশুসাহিত্য, ছোটগল্প, উপন্যাস, কবিতা, নাটক-সবক্ষেত্রেই সমদক্ষতায় উৎকর্ষিত । বাংলাদেশের টেলিভিশন, বেতার ও মঞ্চে সমসাময়িক নাট্যকার রুপে আলোচনায় বারবার উচ্চারিত এই নাম। টিভি মিডিয়ায় তার প্রচারিত নাটক পেয়েছে সমানভাবে খ্যাতি ও দর্শক জনপ্রিয়তা। লেখক ,প্রযোজক ও নাট্যকার লিপি মনোয়ার স্বীকৃতি স্বরুপ পেয়েছেন বহু সম্মাননা ও পুরষ্কার। ভ্রমন তার প্রিয়। তাই তিনি জার্মান, সুইজারল্যান্ড,ইংল্যান্ড, ফ্রান্স, চায়না, মালয়েশিয়া,সিঙ্গাপুর, থাইল্যান্ড, নেপাল ,ভারত, ভুটানসহ পৃথিবীর বহু দেশ ঘুরে বেড়িয়েছেন।