
মেঘ রোদ্দুর বৃষ্টি
বইটি ৩৯ টি গল্প নিয়ে রচিত হয়েছে। প্রতিটি গল্প-ই আমার মন জয় করে নিয়েছে। এর মধ্যে যে-গল্পগুলো আমার একটু বেশি ভালো লেগেছে তা হলো–দাইয়ুস, আমার স্বামীর ডায়েরি, কালো মেয়ে, বদনজর সত্য, আলহামদুলিল্লাহ, রিজিকের গল্প, কন্যা সন্তান, অনুতাপ, মা ইত্যাদি। তবে প্রতিটি গল্পের মধ্যে রয়েছে নতুন কিছু। ঘটনা বহুল জীবনের পরতে পরতে ছড়িয়ে থাকে গল্প। কিছু গল্প আনন্দের, কিছু গল্প বেদনার। দুঃখ হাসির গল্প গুলো জীবনের নিয়ম মেনে ঘটে যায়। শিখিয়ে দিয়ে যায় জীবনবোধের পাঠ।
বই : মেঘ রোদ্দুর বৃষ্টি প্রতিটি মুসলমানের জীবনে সুখ-দুঃখগুলো- কখনো মেঘ, কখনো রোদ্দুর,কখনো বা বৃষ্টি হয়ে ঝরে। কিন্তু দু'সমাজের বাসিন্দার চোখের জ্বল, মুখের হাসি এক হলেও লক্ষ্য, কারণ-প্রকৃতি আর উদ্দ্যেশ এক হয় না!
মেঘ রোদ্দুর বৃষ্টি,,,,, সত্যিকারার্থে মানুষের জীবন হলো গল্পের সমষ্টি। জীবনের পরতে পরতে ঘটে যাওয়া নানারকম ঘটনাগুলো একেকটা গল্প। এই গল্পগুলো শুধু সুখের নয়। কখনো দুঃখেরও হয়। সুখ- দুঃখ,হাসি-কান্নার মিশেলেই জীবন। জীবনের এই ঘটনাগুলোকে কেউ শুধু নিছক ঘটনা ভেবেই উড়িয়ে দেয়। আর কেউ এই ঘটে যাওয়া ঘটনাগুলো থেকে প্রতিনিয়ত শিখে। এই নানারকম ঘটনা যখন শব্দ আর বাক্যের রুপ পায় তখন সেগুলো হয়ে উঠে গল্প।। "মেঘ,রোদ্দুর,বৃষ্টি " বিদ্যমান প্রত্যকটা গল্পই কিছু না কিছু শিখিয়ে দিয়ে যায়। যা জীবনের পরতে পরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। #প্রতিটি মুসলমানের জীবনে সুখ-দুঃখগুলো- কখনো মেঘ, কখনো রোদ্দুর,কখনো বা বৃষ্টি হয়ে ঝরে। কিন্তু দু'সমাজের বাসিন্দার চোখের জ্বল, মুখের হাসি এক হলেও লক্ষ্য, কারণ-প্রকৃতি আর উদ্দ্যেশ এক হয় না!!! ঘটনা বহুল জীবনের পরতে পরতে ছড়িয়ে থাকে গল্প। কিছু গল্প আনন্দের, কিছু গল্প বেদনার। দুঃখ হাসির গল্প গুলো জীবনের নিয়ম মেনে ঘটে যায়। শিখিয়ে দিয়ে যায় জীবনবোধের পাঠ।
SIMILAR BOOKS
