ফ্ল্যাপের কিছু কথাঃ কবিতা জীবনের কথা বলে, স্বপ্ন ও সম্ভাবনার কথা বলে এবং সেইসাথে কথা বলে কাল-কালান্তরের। সমকালীন বাংলা কবিতায় যে কজন তরুণ কবি নিজেদের স্বকীয়তা বজায় রেখে কবিতার এই শুভ্র-সুন্দর কাজটিকে অধিকতর সুন্দর ও পাঠ্যগ্রাহ্য করে তুলতে সক্ষম হয়েছেন আরিফ নজরুল তাদেরই একজন। তার কবিতায় জীবনের কথা যেমনি রয়েছে, তেমনি রয়েছে স্বপ্ন ও সম্ভাবনার কথা। রয়েছে মাটি মানুষের কথা। কবিরা স্বপ্ন দেখেন মাঙ্গলিক সম্ভাবনার , প্রেমময় সজীবতার। এই স্বপ্ন ও সম্ভাবনারা যখন বুলেটবিদ্ধ হয়, নপংসুক রাজনীতিকদের কোপারলে পর্যদস্ত হয়ে পড়ে সমাজ সংসার, তখন কবিও হয়ে পড়ে সমাজ সংসার, তখন কবিও হয়ে উঠেন দ্রোহী-বিপ্লবী। কাব্যভাষা হয়ে ওঠে আগুনের ফুলকির মতো তেজদীপ্ত। ‘মেঘ বৃষ্টি ও পাখির পদাবলি’ সেই ভাষারই নান্দনিক ও দীপ্তিময় উপস্থাপন।
তার কবিতায় অতিকথন যেমনি নেই, তেমনি নেই ভাষার ঘোর-প্যাঁচও । আছে সহজ সরল প্রজ্ঞাদীপ্ত উচ্চারণ, যা সব পাঠককে মোহবিষ্ট করে তুলবে।
কবিতায় তিনি যে স্বপ্নের কথা বলেছেন, সে স্বপ্ন একদিকে যেমনি সজাতির চিন্তা প্রবাহের মধ্য দিয়ে বেড়ে ওঠা তেমনি ঐতিহাসিক চেতনা সমৃদ্ধ। যা আমাদেরকে আশান্বিত করে। কবিকে সাধুবাদ। জাকির ইবনে সোলায়মান
আরিফ নজরুলের জন্ম ১৯৭৫ সালের ১৪ জুন বরিশাল জেলার বাবুগঞ্জ থানার অন্তর্গত ঠাকুর মল্লিক গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তার বাবা মো. আবদুল ওয়াজেদ আলী খান ও মা নূরজাহান বেগম।
লেখালেখিতে হাতেখড়ি সেই কিশোরবেলা থেকেই। পল্লীকবি জসীম উদ্দিনের ‘কবর’ কবিতা থেকে লেখালেখিতে অনুপ্রাণীত করে সেই থেকে কবিতাই হয়ে ওঠে তা স্বপ্নময় আরাধ্য। পদচারণা ছড়া, কবিতা, গল্প, উপন্যাসসহ সাহিত্যের প্রায় সকল শাখায়। আর এগুলো প্রকাশিত হয় দেশের প্রথম সারির জাতীয় সারির দৈনিক ও সাপ্তাহিক পত্রপত্রিকায়। এখনও দুহাত খুলে লিখছেন।
সাহিত্য চর্চার পাশাপাশি যেসব সংগঠন ও প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত রয়েছেন তা হচ্ছে- চেয়ারম্যান: কবি আবু জাফর ওবায়দুল্লাহ ফাউন্ডেশন ও নওয়াব ফয়জুননেসা ফাউন্ডেশন । নির্বাহী পরিচালক : সাহিত্য ইন্সটিটিউট ও Disable Charitable Foundation . সম্পাদক ও প্রকাশক : বোধের কাগজ মসলিন, চন্দ্রদীপ ও Business etc প্রকাশক : মসলিন প্রকাশন। সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি ‘কবি বন্দে আলী মিয়া স্মারক সম্মাননা ২০০৭’ ও ‘ড. সিকান্দার হায়াত খান ইউসূফজাই সম্মাননা ২০১০’ লাভ করেন।
সূচীপত্র * ছায়া মানুব * নদী ও নারীর গল্প * চোখজোড়া স্বপ্নের সুদিন * জোছনার সিঁড়ি বেয়ে * নীলের খোঁজে * তুষের ফাগুন * মাটিরঙ মানুষের কথা * কবি ও কবিতার জন্য প্রার্থনা * বসন্তীরঙ মেয় * বটতলার মেলা * নবান্নের ভোরে * মেঘ বৃষ্টি ও পাখির পদাবলি * ওড়নার ঢেউ * ঘরে ফেরা * ঠোঁটের আমিষ * জোড়া শ্বাস * সবুজ মখমলে * পথ ও পথিকের পদাবলি * সংসারের নতুন গল্প * জোছনাবৃষ্টি * শরতের গান * ও রমনী তুমি কী বৃক্ষ * ছায়বৃক্ষ * পালতোলা স্বপ্ন