‘একটু আনন্দ বেচেঁ থাকার জন্য, একটু ভালবাসা জীবনের জন্য’ মধ্যবিত্ত পরিবারের এক অসাধারণ তরুনী তানিয়া; সে এ পৃথিবীর একজন মানুষ। কিন্তু অনেকের জন্য সে ই পৃথিবী। নিষ্ঠুর পৃথিবীতে পদে পদে হোঁচট খেয়েও হৃদয়ের গহীনে প্রেমকে দিয়েছে শাশ্বত রূপ যা তার ভালবাসাকে অবিনশ্বর করে সর্বোচ্চ আসনের ও উর্ধ্বে আসীন করেছে। সে ভালাবাসার চিরাচরিত প্রথাকে ভেঙে দিয়েছে। ফলে তার প্রেম এক অনিন্দ্যসুন্দর রুপ পরিগ্রহ করেছে। ......... পাঠকনন্দিত লেখক মোহাম্মদ যায়েদ হোসেন মজার গল্প লিখে ২০১২ সালে কালের কন্ঠ শিলালিপি পুরষ্কার লাভ করেন। ভারতের কলকাতা থেকে দুই বাংলার লেখকদের নিয়ে প্রকাশিত গ্রন্থ ‘ভালবাসার দুই দিগন্ত’ তে তার লেখা হয়েছে আলোচিত।