কবিতা ভাষা ও ভাবের গাঁট বন্ধন। কবিতা এক অমোচনীয় কালি যা দাগ ফেলে যায় অন্তরে, বাহিরে । এক শুদ্ধ মন্ত্র যা উচ্চারণে শব্দ ও আত্মার যাপিত জীবন শুরু হয়। কবিতা এমন এক স্বত্বা, ‘সে কখনো করে না বঞ্চনা” । আপনার সাথেই তার জীবন মরণের খেলা । বুক পেতে দেবে, দুর্বিনীত হবে, ঘুরে দাঁড়িয়ে আপনাকে নিয়ে যাবে বিদ্রোহ কিংবা প্রেমের দিকে। ফারহান অনিকের কবিতায় প্রেম ও প্রার্থনা এক অনিবার্য উপাদান। সেই প্রেম পরিবার, দেশ, রাষ্ট্র, ছাড়িয়ে কখনো মিশেছে মায়ান নদীর জলে কখনো অনন্তকালের উষ্ণতায় । কবি মৃত্যুকেও দেখেন পরম বন্ধু হিসেবে। এমন করে ভাবতে পারাতেই একজন কবির সার্থকতা। কবি ফারহান অনিকের মায়ান নদী উপাখ্যান' পড়ে মনে হল অনুভবকে শব্দে সাজানোর ক্ষেত্রে তিনি কার্পণ্য করেননি। কবিতাকর্মী হিসাবে ফারহান অনিকের যাত্রা আনন্দের হোক। পাঠকের কাছে তার শৈল্পিক উপস্থাপন আলো ছাড়াক। আশা করবো ফারহান অনিক গন্তব্য নয়, রাস্তাকেই ভালোবেসে এগিয়ে যাবেন। -নাহিদা আশরাফী