সোনা মেয়েদের অলংকার বা এমনকী অহঙ্কারও হতে পারে। কিন্তু পুরুষদের জন্য হয়ে উঠতে পারে ভয়ঙ্কর এক নেশা। অন্তত মাসুদ রানাকে এবার সেই নেশাতেই পেয়ে বসেছে। বিশ্বাস হয়, আফ্রিকার পাহাড় ঘেরা ছোট্ট এক গ্রামে মাইনারদের সাথে বক্সিং লড়ছে রানা, প্রতিদ্বন্দ্বী ধাওয়া করায় দৌড়ে পালাচ্ছে? চার্লি উডকক এমন একটি চরিত্র, নিজেকে একজন রাজা বা সম্রাট বানাবার কাজে ব্যস্ত সে। আসুন তার কথা ভুলে চোখ ফেরাই সুফিয়ার দিকে। সুন্দরী মেয়েটা ভালবাসে.. কিন্তু তার ভালবাসার পরিণতি কী? মাসুদ রানা সিরিজের দংশন রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার, নাটকীয় উত্থান-পতন, বিস্ময়কর প্রতিশােধ ও অতুলনীয় বন্ধুত্বের এক জলজ্যান্ত কাহিনী।
কাজী আনোয়ার হোসেন
কাজী আনোয়ার হোসেন (জন্মঃ ১৯ জুলাই, ১৯৩৬, ঢাকা) একজন বাংলাদেশী লেখক, অনুবাদক, প্রকাশক, এবং জনপ্রিয় মাসুদ রানা সিরিজের স্রষ্টা। সেবা প্রকাশনীর কর্ণধার হিসাবে তিনি ষাটের দশকের মধ্যভাগে মাসুদ রানা নামক গুপ্তচর চরিত্রকে সৃষ্টি করেন। এর কিছু আগে কুয়াশা নামক আরেকটি জনপ্রিয় চরিত্র তার হাতেই জন্ম নিয়েছিলো। কুয়াশা চরিত্রটি নিয়ে কাজী আনোয়ার হোসেন প্রায় ৭৬ টির মতো কাহিনী রচনা করেছেন।তথ্যসূত্র প্রয়োজন] কাজী আনোয়ার হোসেন ছদ্মনাম হিসেবে বিদ্যুৎ মিত্র ও শামসুদ্দীন নওয়াব নাম ব্যবহার করে থাকেন।