কেন ক্রমেই হ্রাস পাচ্ছে ভারত ও বাংলাদেশের গড় বৃষ্টিপাত? তবে কি আসছে মারাত্মক খরা, তারপর ভয়ঙ্কর দুর্ভিক্ষ? এ বিষয়ে রিসার্চ করতে গিয়েই গায়েব হয়ে গেল নুমার তিনজন গবেষক। রানা-সোহেল তখন ছুটিতে। বন্ধু রাহাত খানের সহায়তা চাইলেন নুমা চিফ অ্যাডমিরাল জর্জ হ্যামিলটন। মালদ্বীপে কার্যত বাতিল হলো রানা ও সোহেলের ছুটি। বিসিআই চিফের নির্দেশে তৎপর হয়ে উঠল ওরা। রানা জানতে চাইল, কেন এক অদ্ভুত সুন্দরী চোখ রেখেছে। ওদের ওপর । কিডন্যাপারদের কাছ থেকে মেয়েটাকে উদ্ধার করেই ছুটল ভাসমান এক দ্বীপের পিছনে, সেখান থেকে ছুটল দুই বন্ধু সুদূর ইয়েমেনে। পৌছেও গেল শত্রু-শিবিরে, দেখল ন্যানোবটের কারখানা, কিন্তু কিছু করার আগেই ফেলে দেয়া হলো ওদেরকে গভীর এক মৃত্যু-কূপে!
কাজী আনোয়ার হোসেন
কাজী আনোয়ার হোসেন (জন্মঃ ১৯ জুলাই, ১৯৩৬, ঢাকা) একজন বাংলাদেশী লেখক, অনুবাদক, প্রকাশক, এবং জনপ্রিয় মাসুদ রানা সিরিজের স্রষ্টা। সেবা প্রকাশনীর কর্ণধার হিসাবে তিনি ষাটের দশকের মধ্যভাগে মাসুদ রানা নামক গুপ্তচর চরিত্রকে সৃষ্টি করেন। এর কিছু আগে কুয়াশা নামক আরেকটি জনপ্রিয় চরিত্র তার হাতেই জন্ম নিয়েছিলো। কুয়াশা চরিত্রটি নিয়ে কাজী আনোয়ার হোসেন প্রায় ৭৬ টির মতো কাহিনী রচনা করেছেন।তথ্যসূত্র প্রয়োজন] কাজী আনোয়ার হোসেন ছদ্মনাম হিসেবে বিদ্যুৎ মিত্র ও শামসুদ্দীন নওয়াব নাম ব্যবহার করে থাকেন।
Title :
মাসুদ রানা ৪৩৯ : নরকের কীট - প্রথম খণ্ড (পেপারব্যাক)