কাদের জন্য বইটি প্রথমত যারা জাভা প্রােগ্রামিং ল্যাংগুয়েজ শিখতে চায়, বইটি তাদের জন্য। সহজ বাংলায় জাভা প্রােগ্রামিং শেখার জন্যই বইটি বাংলায় করা। বেশ কয়েক বছর ধরে বিভিন্ন প্রতিষ্ঠানে আমি জাভা পড়িয়েছি। ছাত্র ছাত্রীরা কোন উদাহরণগুলাে সহজেই ধরতে পারে বা আয়ত্ত্ব করতে পারে সেগুলাে সম্পর্কে ধারনা পেয়েছি। সেগুলাে কাজে লাগিয়ে বইটি লেখার চেষ্টা করেছি। যারা প্রােগ্রামার হতে চায়। একটি প্রােগ্রামিং ল্যাংগুয়েজ ভালাে করে শিখলে অন্য যে কোন ল্যাংগুয়েজ আয়ত্ব করা যায় সহজেই। এই বইয়ের বিষয়গুলাে সহজ করে উপস্থাপন করা হয়েছে যাতে কনসেপ্টগুলাে মনের মধ্যে গেঁথে যায়। এবং অন্য প্রােগ্রামিং এ সুইচ করলেও বিষয়গুলাে যেন কাজে লাগে। নতুন প্রযুক্তি তৈরিতে আগ্রহী জাভা শিখে যারা জাভা দিয়ে তৈরি অন্যান্য প্ল্যাটফর্ম যেমন অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট, স্প্রিং এ কাজ করতে চায়, তাদের জন্য বইটি সহায়ক হবে। ভবিষ্যতে ক্যারিয়ার হিসেবে জাভা নিতে চায় আগামী বিশ্ব তথ্য প্রযুক্তির। সব কিছুই কম্পিউটারাইজড হচ্ছে। এসব প্রযুক্তি তৈরিতে দরকার হবে দক্ষ প্রােগ্রামার। ক্যারিয়ার হিসেবে রয়েছে জাভা প্রােগ্রামার হয়ে জব করার সুযােগ। প্রােগ্রামিং হিসেবে ক্যারিয়ার গড়তে বইটিতে রয়েছে বিশেষ দিক নির্দেশনা। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়গুলাে জাভা কোর্সে যে বিষয় আলােচনা করা হয়, সেগুলাের আলােকে বইটি তৈরি করা হয়েছে। এছাড়া প্রতিটি অধ্যায়ের শেষাংশে রয়েছে অনুশীলন। যা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অধ্যায় শিখতে সহায়তা করবে।