মাস্টার জ্যাকারিয়াস—প্রতিভাবান এক উদ্ভাবক। প্রতিভাবানরা যেমন অহংকারী হন, তিনিও ঠিক তেমনই একজন। প্রাণের সঞ্চার ঘটিয়েছেন নিশ্চল ঘড়িতে। হঠাৎ, এক এক করে বন্ধ হয়ে যেতে লাগল তার নিখুঁত ঘড়িগুলো। এদিকে মাস্টার জ্যাকারিয়াসও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন মৃত্যুর দিকে। ভেঙে পড়তে লাগল তার এতদিনের আত্ম-অহমিকা। ঘড়িগুলোর সাথে তার জীবনশক্তির কোনো সংযোগ আছে কি? ঘড়ি সচল রাখতে তার একমাত্র কন্যা জেরাঁদেকে বিয়ে দিতে হবে শয়তান উপাসকের সাথে। পুরো সিদ্ধান্তই তার ওপর! কী করবেন তিনি?
জুল ভার্ন
জুল গাব্রিয়েল ভার্ন একজন ফরাসি লেখক ও অসামান্য সব বিজ্ঞান কল্পকাহিনী রচনার জন্য বিখ্যাত। উড়োজাহাজ, রকেট কিংবা সাবমেরিনের বাস্তবিক ও ব্যবহারিক প্রয়োগের অনেক পূর্বেই তিনি মহাকাশ ভ্রমণ ও সমুদ্রের তলদেশে ভ্রমণের কল্পকাহিনী লিখেছিলেন। পৃথিবীতে আগাথা ক্রিস্টির পরেই তাঁর লেখা সবচেয়ে বেশী বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।