“মাস্টারিং ওয়েব ডেভলপমেন্ট (১ম ও ২য়) (সিডিসহ” বইয়ের সম্পকে লেখকের কথা ওয়েবসাইটগুলোই হলো ইন্টারনেটের প্রাণ। রঙতুলির নিপুনন ছোঁয়ায় শিল্পী যেমন ফুটিয়ে তোলেন তার চিত্রকর্ম টিক তেমনি বিভিন্ন ধরনের ওয়েব পেইজ ডিজাইনিং প্রযুক্তি ব্যবহার করে ওয়েব ডিজাইনারগণ তৈরি করেন বিচিত্র ও সুন্দর সুন্দর সব ওয়েব পেইজ। আর এসব ওয়েব পেইজের নান্দনিক সমাহারই হলো ওয়েবসাইট। কেউ কেউ ওয়েব পেইজ তথা ওয়েবসাইট ডিজাইন করে থাকেন নিতান্ত শখের বশে, কেউবা এটিকে নিয়েছেন পেশা হিসেবে। এদের মাঝে আবার এমনন অনেকে রয়েছেন যাদের কাছে এটি একটি শেখার বিষয়। সকল শ্রেণীর লোকের জন্যই বইটি রচিত হয়েছে। বর্তমানে ওয়েবসাইট তৈরিতে যেসব প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে তার প্রায় অধিকাংশ প্রযুক্তি নিয়েই বইটিতে আলোচনা করা হয়েছে। ওয়েব পেইজ ডিজাইনের ক্ষেত্রে একজন ব্যক্তির যেসব টুলগুলো নিয়ে ধাপে ধাপে অগ্রসর হওয়া উচিত ঠিক সেভাবেই বইটিকে সাজানো হয়েছে। ফলে ওয়েব পেইজ ডিজাইন শিখতে তা বিশেষ ভূমিকা রাখবে। অনেকগুলো বিষয় সম্পর্কে আলোচনা করতে গিয়ে স্বাভাবিকভাবেই বইটির আকার বিশাল হয়ে যাওয়ায় পাঠকের সুবিধার্থে বইটিকে দুটি খন্ডে বিভক্ত করা হয়েছে।