নিকোলাস চার্লস পার্ক আমেরিকান উপন্যাসিক ও নাট্যকার। জন্ম ৩১ ডিসেম্বর ১৯৬৫। তিনি উত্তর আমেরিকার বিখ্যাত নটর ডেম ইউনিভার্সিটির গ্রাজুয়েট। তার প্রকাশিত উপন্যাসের সংখ্যা আঠারটি। পার্কের লেখা বেশ কয়েকটি উপন্যাস ইন্টারন্যাশনাল বেস্টসেলার হিসেবে একাধিক ভাষায় অনূদিত হয়। বড়পর্দার গল্পের উৎস হিসেবেও তার উপন্যাস ও নাটকের জুড়ি নেই। ‘দি নােটবুক’ তার প্রথম প্রকাশিত উপন্যাস এর প্রকাশকাল অক্টোবর ১৯৯৬।