ফ্ল্যাপের কিছু কথাঃ এই উপন্যাসের ঝড় কেবল মরুভূমির বিস্তৃত বৃত্তেই সীমাবদ্ধ নয়, ছড়িয়ে গেছে সজল বাংলাদেশেও। সংকট আর সমূহ সমস্যার এই ঝড় বয়ে চলেছে মনের গহন প্রদেশে, ঘরে ঘরে, পরিবারে পরিবারে ও সমাজের রন্ধ্রে রন্ধ্রে। প্রাকৃতিক দুর্যোগে তছনছ হয়ে যাওয়া প্রকৃতির মতো এই ঝড়েও লন্ডভন্ড মনঃপ্রকৃতি, সর্বোপরি মনোভুবন।
উপন্যাসের মূল প্রবাহে আছে স্বদেশ রেখে যাওয়া স্বজনদের জন্য মরু-শ্রমিকের বুকের প্রান্তরে রোপিত মমতার মৌলিক টান; আছে তার সংগোপন হাহাকারও। আছে বুকের কন্দরে কন্দরে ভালোবাসার মশাল জ্বেলে অপেক্ষায় থাকা বিরহিণী এক কিশোরী বধূর তীব্র যাতনাময় উপলব্ধির উজ্জ্বল উদ্ভাস। আর এসব কিছুর সঙ্গে একাকার হয়ে গেছে গ্রামীণ পরম প্রকৃতি। স্বামীর অনুপস্থিতিতে দেশে শ্বশুরবাড়িতে একা থাকা বউয়ের সঙ্গে শাশুড়ির দ্বন্দ্বের মনো-সামাজিক ব্যবচ্ছেদও প্রতিভাসিত ঠাস-বুনোট চরিত্র চিত্রণ আর কাহিনি-বিন্যাসের মধ্য দিয়ে। আছে অরক্ষিত নারীকে মখোশধারী পুরুষের লোভনীয় ফাঁদে জড়ানোর সমূল স্বরূপেরও সমাচার। প্রাসঙ্গিক চরিত্র ও ঘটনার মধ্য দিয়ে এই সঙ্গে উঠে এসেছে মরুর দেশের ধনাঢ্য পরিবারের আলো ঝলমল জীবনের অন্তরালে লুকোনো বিষাদ আর ধনদৌলতের মিথ্যে মরীচিকার চালচিত্র। এইসব নিষ্ঠুরতার পাশাপাশি মানবিকতারও প্রকাশ ঘটেছে উজ্জ্বলভাবে।
কথাসাহিত্যিক মোহিত কামালের জাদুকরী রচনাশৈলী আর সুচারু কাহিনি বিন্যাসের কল্যাণে মরুঝড় উপন্যাস হয়ে উঠেছে আমাদের নিগৃঢ় বাস্তবতার েএমন একটি নিরেট সাহিত্যিক উপাখ্যান, যার পাঠে আত্মমগ্ন না হয়ে পারা যায় না।
প্রফেশনাল ফিল্ড : বিশেষজ্ঞ মনােরােগ চিকিৎসক-মনঃশিক্ষাবিদ মনােরােগ ও মাদকাসক্তি চিকিৎসা বিশেষজ্ঞ । সাইকিয়াট্রিস্ট ও সাইকোথেরাপিস্ট।
লেখালেখির বিষয় : গল্প, উপন্যাস, কলাম, কিশাের উপন্যাস, শিশুতােষ, বিজ্ঞান ও গবেষণা।
লেখক নাম : মােহিত কামাল।
সংগঠক : ভাইস প্রেসিডেন্ট, সাউথ এশিয়ান ফোরাম ফর মেন্টাল হেলথ অ্যান্ড সাইকিয়াট্রি (এসএএফ-বিসি)। জীবনসদস্য, বাংলা একাডেমী। প্রথম আলাের মাদকবিরােধী আন্দোলনের উপদেষ্টা পরিষদের সদস্য। প্রবাল কচি-কাঁচার মেলার সাবেক পরিচালক। বিএমএইচএর (ইউকে) সাবেক মহাসচিব। এক্কা’র (এসএমসি)। সাবেক মহাসচিব ও প্রেসিডেন্ট।
পুরস্কার/পদক : ময়মনসিংহ সংস্কৃতি পুরস্কার ১৪১৬-কথাশিল্পী। (চেনা বন্ধু অচেনা পথ '১০ বিদ্যাপ্রকাশ) সেরা ঔপন্যাসিক। বেগম রােকেয়া সম্মাননা পদক-শ্রেষ্ঠ। সাহিত্যিক ২০০৮ (সুখপাখি আগুনডানা, উড়ালমন), সাপ্তাহিক দি নর্থ বেঙ্গল এক্সপ্রেস-এর উদ্যোগে। স্বাধীনতা সংসদ নববর্ষ। পুরস্কার ১৪১৫-কথাসাহিত্য (সুখপাখি আগুনডানা, উড়ালমন)।
প্রফেশনাল ফিল্ডে বিশেষ কৃতিত্ব : ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক অ্যাসােসিয়েশন কর্তৃক আয়ােজিত জাপানে ১২তম ওয়ার্ল্ড কংগ্রেস অব সাইকিয়াট্রির ফেলােশিপ প্রােগ্রামে বিশ্বের প্রথম। সেরা ফেলাে হিসেবে কৃতিত্ব অর্জন।