“তারা তোমাদের আবরণ এবং তোমরা তাদের আবরণ।” (সূরা বাকারা-১৮৭)
আমি আপনাদের সবাইকে ইসলামি সম্ভাষণে স্বাগত জানাই- “আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু” অর্থাৎ, আল্লাহর শান্তি, রহমত ও বরকত আপনাদের সবার ওপর বর্ষিত হোক।
আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আলোচনার বিষয় : “ ম্যারেজ ইন ইসলাম ”। বিয়ে, জীবনসঙ্গী নির্বাচন, নিকাহ, বা বিয়ে পরবর্তী জীবন কীভাবে কাটাবেন সে সম্পর্কে। এককথায় বিয়েতে রাজি হওয়া বা কবুল বলার আগে এবং বিয়েতে রাজি হওয়া বা কবুল বলার পর যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো সম্পর্কে, যাতে বিবাহিত দম্পতির জীবন কুরআন-হাদিস অনুযায়ী হয়।
মূলত এখানে প্রশ্নোত্তর পর্বে আমরা বিবাহিত জীবন কীভাবে সফল হতে পারে, সে ব্যাপারে জানার চেষ্টা করবো। এটা কী হবে ওয়েডলক (wedlock) নাকি পেডলক (padlock)? বিয়ে যদি সফল হয় তাহলে ওয়েডলক, তা না হলে পেডলক।
আপনাদের বিয়ে অথবা নিকাহ নিয়ে প্রশ্নের জওবাব দেওয়া হয়েছে এবং যা থাকছে:- বিয়ের আগে জীবনসঙ্গী বেছে নেওয়া, বিয়ের পরে দাম্পত্য জীবন কীভাবে কাটাবেন এরকম প্রশ্ন। এই বিষয়ের মূল উদ্দেশ্য হলো : যারা এখনো বিয়ে করেননি, তারা সিদ্ধান্ত নিবেন। আর যারা বিয়ে করেছেন, তারা চেষ্টা করবেন ভালো স্বামী বা স্ত্রী হতে ইনশাআল্লাহ।
আল্লাহর কাছে দুআ করি তিনি যেন আমাদের পথনির্দেশ দেন, যাতে আমরা কুরআন-সুন্নাহর কাছাকাছি থাকতে পারি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদু লিল্লাহি রব্বিল আলামিন।