মার্চের কালো রাত আর ডিসেম্বরের বিজয় উল্লাস-ছাপান্নর হাজার বর্গমাইল জুড়ে উড়তে থাকা লাল সবুজের অহংকার। এর ভিতরকার সময়টাকে লেখক ধরার চেষ্টা করেছেন তার লেখায়। খণ্ডিত খণ্ডিত পরিচ্ছদে ভিন্ন ভিন্ন শিরোনামের মধ্য দিয়ে বর্ণনা করেছেন তার দেখা মুক্তিযুদ্ধ ও তার চিন্তার আঁকা দেশের স্বরূপ।