আমি অগ্নিলা। বিধ্বংসী আগুন থেকে উঠে আসা সাহসী এক মেয়ে। যে গল্পটি আমি শােনাতে যাচ্ছি, সেটি একইসাথে আমার বাবারও গল্প। তিনি ছিলেন অকুতােভয় এক অগ্নিযােদ্ধা। বিপদগ্রস্ত মানুষের দিকে হাত বাড়াতে তিনি কখনাে দ্বিধা করেননি। কখনাে অন্যায়ের সামনে মাথা নত করেননি, বরং সকল অন্যায় তার সামনে এসে ধুলােয় মিশে গেছে। সেই বাবার কাছ থেকে আমি আগুনকে চিনতে শিখেছি। ভয় নয়, জয় করতে শিখেছি সকল প্রতিবন্ধকতাকে। এটি আমার যাত্রা শুরুর গল্প। এই গল্পে আমি সঙ্গে নিতে চাই তােমাদের সকলকে।
মোজাফফর হোসেন
মোজাফফর হোসেন ১৯৮৬ সালে মেহেরপুরে জন্মগ্রহণ করেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে উচ্চশিক্ষা গ্রহণ করেন। তিনি পেশাজীবন শুরু করেন সাংবাদিকতা দিয়ে এবং বর্তমানে বাংলা একাডেমিতে অনুবাদ-কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। তিনি মূলত কথাসাহিত্যিক হলেও অনুবাদ এবং সমালোচনা সাহিত্যেও বিশেষ আগ্রহী। তাঁর লেখা "অতীত একটা ভিনদেশ" গল্পগ্রন্থের জন্য তিনি ২০১৭ সালে এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ কথাসাহিত্য পুরস্কার এবং "পরাধীন দেশের স্বাধীন মানুষেরা" গল্পগ্রন্থের জন্য ২০১৮ সালে আবুল হাসান সাহিত্য পুরস্কার অর্জন করেন।