ফ্ল্যাপের কিছু কথাঃ এই পৃথিবীতে একজন দৈত্য আছে। তার হাতে এত জোর যে অনায়াসে সে একখানি রেলগাড়ি মাথার উপর তুলতে পারবে। তা পা এমন যে একদিনে সে হাজার হাজার মাইল পাড়ি দিতে পারবে। তার পাখা এমন যে সে জলের তলায় সে মেঘের ওপর দিয়ে পাখিদের চাইতেও উঁচুতে উড়তে পারে। তার পাখনা এমন যে সে জলের তলায় যে কোনো মাছের চাইতে ভালোবাসে সাঁতার কাটতে পারে। তার এমনই চোখ যে অদৃশ্য সমস্ত কিছু ধরা পড়ে তাতে। কান এমনই যে পৃথিবীর অপর প্রান্তের লোকেরা যা বলে তা শুনতে পায়। তাঁর গায়ে এত জোর যে সে পাহাড় ফুঁড়ে বেরিয়ে যেতে পারে। জলপ্রপাতকে থামিয়ে দিতে পারে মাঝপথে। সে তার নিজের ইচ্ছেমতো পৃথিবীটাকে গড়াপেটা করে, বনজঙ্গল বসায় ,এক সমুদ্রের সঙ্গে আরেক সমুদ্রের যোগ করে, মরুভূমিকে জলসিক্ত করে। কে সেই দৈত্য। মানুষ কেমন করে এত বড়ো হল? কেমন কর সে হল দুনিয়ার প্রভু? সেই কথা আমরা আজ বলব আমাদের এই বইতে।