জীবনানন্দ দাশ ৯ মে ১৯৩০ ঢাকা ব্রাহ্মসমাজ মন্দিরে যশোরের সরযু গুপ্ত এবং খুলনার রোহিণীকুমার গুপ্তের কন্যা লাবণ্য গুপ্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন । লাবণ্য বিবাহের পরে স্নাতক, পরবর্তীকালে শিক্ষয়িত্রী এবং ‘লাবণ্য দাশ' নামে খ্যাত। স্বামী জীবনানন্দকে নিয়ে তাঁর এই স্মৃতিগ্রন্থ।