রেডিওর জন্যে লেখা ক্রাইম সিরিজের স্ক্রিপ্টগুলো লেখক অলক বারি এখন পর্যন্ত কাউকে পড়তে দেননি, অথচ এক এক করে দুজন মানুষ খুন হয়ে গেলেন, হুবহু তাঁর লেখা স্ক্রিপ্টে যেভাবে বর্ণনা করা হয়েছে সেভাবে। নতুন লেখিকা সুন্দরী যদিকে সন্দেহ করবেন? নাকি অলকের সঙ্গে একই ফ্লোরে থাকা মডেল মেয়েটাকে, অলক যাকে ভালোবাসেন? সব প্রশ্নের উত্তর শেষ দশ পৃষ্ঠায়।
রুদ্ধশ্বাস গোয়েন্দাকাহিনি, শেষ করেই উঠতে হবে।