মানিকপুরের নেকড়ের সঙ্গে কি ড্রাকুলার কোনো সংযোগ আছে?
শেষ পর্যন্ত মানিকপুরের নেকড়ে হাজির হয়েছে সোহরাওয়াদী উদ্যানে। কীভাবে আশা করি বুঝতে পারছেন! তার আগে বরং মূল ঘটনায় একটু প্রবেশ করা যাক। শুরুটা পরিত্যক্ত গোরস্থানে কয়েকটি মৃত শিয়াল আবিষ্কারের মধ্য দিয়ে। এদের শরীর ভয়ানক ক্ষতবিক্ষত। দুটির চোখ নেই। আশপাশের মানুষের মনে কু ডাকল!
এখানেই শেষ নয়। ভুতুড়ে গোরস্থান আর মানিকপুর গ্রাম ঘিরে ঘটতে শুরু করল একের পর এক আশ্চর্য কাণ্ড-কীর্তি।
গোরস্থানে হেঁটে বেড়ায় কারা? কলজে কাঁপানো কণ্ঠে শিষ দেওয়া জন্তুগুলোই বা কী? কালো পোশাকের ভুতুড়ে ছায়ামূর্তিকে দেখা যায় কখনো কখনো। এদিকে আকাশে উড়ে বেড়ায় ভয়ানক এক দানব পাখি। রাতে ঘুম ভাঙতেই গলায় সুঁচ ফুটানোর