তপ্ত দুপুর। চারিদিকে ঝিকিমিকি রোদ। মঙ্গলের আকাশে ক্ষতিকারক আল্ট্রাভায়োলেট রশ্মিসহ সূর্যকে দেখা যাচ্ছে। পরিবেশটা ধুলোবালিতে মাখামাখি। মাঝেমধ্যে ধুলোর ঝড়ও হচ্ছে অল্প বিরতি দিয়ে। তবে স্ব-শরীরে প্রত্যক্ষ করে বোঝার উপায় নেই মঙ্গলে আসা একদল অভিযাত্রীর। তারা বিশেষ পোশাক পরে মঙ্গলের সৌন্দর্য এবং কদর্য দুটোই দেখার জন্য বেরিয়ে পড়েছে। মানুষগুলো প্রতিটি মুহূর্তে অবিভূত হচ্ছে ঠিকই, পাশাপাশি ভয়ও কাজ করছে। মনে হচ্ছে, এই বুঝি বিপদ চলে এল।
অচেনা পরিবেশ, অজানা গ্রহ, অদ্ভুত যাত্রা। সব মিলে কিছু আনন্দ কিছু ভয়, কিছু শঙ্কা, কিছুটা টেনশন সবার মনে। এর মধ্যেই অভিযাত্রীদের পায়ের তলার মাটি খুব জোরে কেঁপে ওঠে। এতটা জোরে যা অভিযাত্রীগণ কখনোই পৃথিবীতে প্রত্যক্ষ করে নি। আনন্দ অন্বেষণের পরিবর্তে অভিযাত্রীগণ ভয়েই অনেকটা জড়োসড়ো। কী হতে যাচ্ছে এ মুহূর্তে! বিপদজনক কিছু...