সময়ের প্রেক্ষাপটে বাংলাদেশের অনেক কিছুই বদলে গেছে। সেই সাথে বদলে গেছে মানচিত্রের অনেক তথ্য। এখন বাংলাদেশের আয়তন ৫৫৫৯৮ বর্গমাইলের পরিবর্তে ৫৬৯৭৭ বর্গমাইল। উপজেলা ৪৬০ থেকে উত্তীর্ণ হয়ে ৪৮২টি। থানা ৪৬০ থেকৈ উত্তীর্ণ হয়ে ৫৮৮টি। সর্বোচ্চ পর্বত কেওক্রাডং এর পরিবর্তে বিজয় তাজিংডং (১২৮০ মিটার)। সার্ক এর সদস্য রাষ্ট্র ৭টি পরিবর্তে এখন ৮টি (নতুন যোগ য়েছে আফগানিস্তান) এছাড়াও বইটিতে রয়েছে ওআইসি, ওপেক, বিমস্টেক ও ইউরোপিয়ান ইউনিয়নের সংক্ষিপ্ত ইতিহাস ও মানচিত্র। বাংলাদেশের ৬৪টি জেলার ইতিহাস, ঐতিহ্য, কৃতিসন্তানদের পরিচিতি এবং নবগঠিত উপজেলা সমূহের নতুন স্কেচ।