মানবজনম
বুক রিভিউ :মানবজনম লেখক :সাদাত হোসেন প্রকাশনী: ভাষাচিত্র পৃষ্ঠা সংখ্যা: ৫৩০ মুদ্রিত মূল্য: ৬৯৫ বুক রেটিং : ৫/১০ রেটিং এ ৫ দিয়েছি শুধুমাত্র অসাধারণ গল্পের জন্য। এ ছাড়া মোটের ওপর বইটি আমার ভালো লাগে নি। লেখকের অনেক প্রশংসা শুনেছি তাই হয়তো প্রত্যাশা একটু বেশি ছিলো, কিন্তু গল্পটা ভালো ছিলো বলে বাদবাকি ত্রুটি গুলো না থাকলে একটা মাস্টারপিস হত নিঃসন্দেহে। বই এর প্লট হচ্ছে অনেকটা এরকম, একটি গ্রামের সম্ভ্রান্ত খা বংশের জমিদার তৈয়ব আলী খা আর ওই গ্রামেরই ওঝা আব্দুল ফকিরের মধ্যে চলমান স্নায়ুযুদ্ধ এর মধ্যে লুকিয়ে থাকে তাদের অনেক আগের পারিবারিক ইতিহাস। সেই ইতিহাস এর জট গুলতেই গ্রামে আসে তৈয়ব খা এর নাতি ঢাকা মেডিকেল পড়ুয়া নয়ন।গ্রামে এসে সে তার মা কোহিনূর এর অনেক পূর্ব ঘটনা জানতে পারে এবং সেগুলো নিয়েই এগিয়ে যায় গল্প। মূল গল্প এর সাথে হেমার পারিবারিক কোন্দল আর পারুল এর মায়ের পাগল হওয়ার গল্প ও এগিয়ে যায় সমান তালে। এই বই এর কিছু অপছন্দের দিক তুলে ধরছি (ব্যক্তিগত মতামত).. ১. প্রথম যেটা খারাপ লেগেছে তা হল বই এর দৈর্ঘ্য। বড় বই লেখা দোষের কিছু না কিন্তু গল্পের সাথে মিল রেখে বই এর প্রসারতা মেইন্টেইন করতে হয়। ভালো গল্প অল্প কথায় প্রকাশ করলে মনোযোগ ধরে রাখতে সুবিধা হয়, আর উপন্যাসের মধ্যে একটা টান টান ভাব থাকে। ২.গল্পের ক্যারেক্টার ডেভেলপমেন্ট এই বই এর আরেক দুর্বল দিক। একটা বই এর সব প্রধান চরিত্র এর জীবনে এত কষ্ট কেমনে থাকে। নয়ন, হেমা, কোহিনূর, আব্দুল ফকির, তৈয়ব আলী খা এদের জীবনের কষ্ট গুলোকেই প্রধান করে দেখানো হয়েছে। হ্যা, আমি জানি কষ্ট সবার জীবনে থাকে কিন্তু তাদের জীবনের ভালো দিকগুলোও যদি কিছু কিছু দেয়া থাকতো তাহলে খারাপ দিকগুলো আরো ভালোভাবে পাঠকরা স্পেসিফাই করতে পারতো আর গল্পটা আরো সুন্দর হত ৩.উপন্যাসের সব চরিত্র এক একজন দার্শনিক। পাতার পর পাতা তারা দার্শনিক মতবাদ কপচায়। একটা উপন্যাসের সব মানুষ যদি দার্শনিক হয় তাহলে তো হলো না, আর বেশিরভাগ মতবাদ ই অতিশয় সস্তা আর অপ্রাসঙ্গিক। ৪.কষ্ট আর দর্শন বেশি বিষয় টাও মানা যেত, যদি সেটা পরিমিত হারে হত। এই ধরনের ডায়লগ গুলো ছোট আর প্রিসাইজ হলেই ভালো লাগে, যেখানে একটা লাইন লেখা থাকবে আর বাকি ব্যাখ্যা পাঠক কে ভাবাতে বাধ্য করা হবে। কিন্তু এখানে কষ্ট আর ফিলসফি ফুল ডিটেইল আকারে এমনভাবে দেয়া, আপনি নিজ থেকে যে কিছু ভাববেন তা তো না ই উল্টো একটা সময় মনে হবে এখনো মতবাদ শেষ হয় না কেন!! ৪.সর্বশেষ যে বিষয় টি বলবো তা হলো ল্যাক অব হিউমোরাস ডায়লগ। ৫৩০ পেজ এর একটা বই এ এমন একটি সিংগেল লাইন বা ডায়লগ নেই যা আপনাকে হাসাবে, সব সিরিয়াস সিরিয়াস ডায়লগ যা এক পর্যায়ে চরম বিরক্তি সৃষ্টি করে। একটা ভালো থ্রিলার মুভিতেও মাঝে মাঝে দুই একটা আইটেম সং রাখা হয় দর্শক দের নার্ভ কুল রাখার জন্য। আমার মনে হয় একটা দীর্ঘ ফ্যামিলি ড্রামা উপন্যাসেও কিছু মজার জিনিস বা ডায়লগ রাখলে সিরিয়াস মোমেন্টগুলোতে মনোযোগ দিতে সুবিধা হয়। ...এটা আমার লেখা প্রথম রিভিউ তাই ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন... আর কমেন্টে আর ইনবক্সে কেউ বাজে মন্তব্য করবেন না কারন, এটা সম্পূর্ন ব্যক্তিগত রিভিউ কারো ভালো নাও লাগতে পারে। উপরন্তু একজন পাঠক হিসেবে আমি আমার অর্থ আর সময় ব্যয় করে একটি বই কিনি আর পড়ি সো সেটাকে সমালোচনা করার অধিকার পাঠক হিসেবে আমার অবশ্যই আছে। হ্যাপি রিডিং..
good