ইতিহাসের নগরী মালাক্কা থেকে শুরু করে আধুনিক নগরী কুয়ালালামপুর, ক্যামেরনের পাহাড় থেকে শুরু করে সাগরের বুকে ভেসে থাকা সবুজ দ্বীপ লাংকাউই, বাতু কেভ থেকে শুরু করে পুত্রাজায়া, মালয়েশিয়ার সর্বত্র ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা সহজ-সাবলীল ভাষায় লেখক এই বইয়ে লিপিবদ্ধ করেছেন।
পাঠক এ বইটি পড়তে পড়তে লেখকের সাথে ঘুরে বেড়াবেন বৈচিত্র্যময় মালয়েশিয়ার বিভিন্ন স্থানে। কখনো সাগরে ডুবে যাওয়ার ভয়ে আঁতকে উঠবেন, কখনো-বা টুইন টাওয়ারের চূড়ায় উঠে চিৎকার করবেন লেখকের সাথে। নৈসর্গিক দৃশ্যের বর্ণনা যেমন পাবেন, তেমনি পাবেন মালয়েশিয়ার ইতিহাস ও ঐতিহ্যের বিশদ বর্ণনা। লেখকের সাথে পাঠকও উপভোগ করবেন মালয়েশিয়া ভ্রমণের আনন্দ।