ফ্ল্যাপের কিছু কথাঃ স্ত্রী মারা যাবার পর সওদাগর ওয়াহাব হায়দার আবার বিয়ে করলেন। মরজিনা বেওয়া দুই কন্যাসহ হায়দার মহলে এসে প্রথম পক্ষের একমাত্র মেয়ে মালার ওপর অমানুষিক নির্যাতন শুরু করলে ওয়াহাব হায়দার মানসিক আঘাতে অসুস্থ হয়ে পড়লেন। এই সুযোগে সৎমা মালাকে সুকৌশলে কাজের বুয়ায় পরিণত করলেন। ঘটনাক্রমে ওয়াহাব হায়দারকে বিদেশ যেতে হলো। ফিরবার পথে মালার ফরমাশ মত বকুলগাছের চারা নিয়ে এলেন। বকুলচারা মালা মায়ের কবরে রোপন করলো। সে গাছে এসে বাসা বাঁধলো দুটি পাখি। তারা মালার বন্ধু হলো। এদিকে রাজবাড়িতে রাজপুত্রের কন্যা পছন্দের আয়োজন। রাজ্যের সব তরুণীর আমদাওয়াত। মরজিনা বেওয়া তাঁর দুইকন্যাকে অনুষ্ঠানে নিয়ে গেলেন। ‘ভাল পোশাক নেই’ অজুহাতে মালাকে নিলেন না। মালার ভারি ইচ্ছে অনুষ্ঠানে যোগ দেয়া। কিন্তু কীভাবে যাবে? কে তাকে সাহায্য করবে? মালা ছুটে যায় পাখির কাছে। মালার ইচ্ছে কি শেষ অব্ধি পূরণ হবে? তারপর মালার কি হলো? ‘মালার কথামালা’ বলবে সব কথা।