মালালা উই আর ডিসপ্লেসড (আমার যাত্রা এবং বিশ্বব্যাপী উদ্বাস্তু মেয়েদের কাহিনী)
শরণার্থী ইস্যুটি বর্তমান বিশ্বে একটি চলমান সমস্যা। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী পাকিস্তানি সমাজকর্মী মালালা ইউসুফজাই এ পর্যন্ত অনেকগুলো শরণার্থী শিবির পরিদর্শন করেছেন। তার নতুন এ বইটিতে জীবন চলার পথে শরণার্থী শিবিরে সন্ধান পাওয়া মেয়েদের জীবনের গল্প তুলে ধরেছেন। বইটির প্রকাশক উইডেনফিল্ড অ্যান্ড নিকলসন এবং হ্যাশেট ইন্ডিয়া। বইটির প্রকাশনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রকাশকের পক্ষ থেকে বলা হয়েছে, 'মালালা ইউসুফজাইয়ের উই আর ডিসপ্লেসড বইটিতে তার নিজের গল্পও আছে। কারণ তিনিও একজন বিতাড়িত মানুষ। যে প্রথমে নিজের জন্মভূমি থেকে বিতাড়িত হয়েছিলেন। তারপর ঘুরেছেন একজন সমাজকর্মী হিসেবে বিশ্বের বিভিন্ন শরণার্থী শিবিরে। কেবল যেতে পারেননি নিজের দেশে। তিনি এই বইটিতে নিজের জীবনের গল্পের পাশাপাশি বিশ্বের বেশ কিছু শরণার্থী মেয়ের জীবনের অবিশ্বাস্য কিছু ব্যক্তিগত কাহিনী তুলে ধরেছেন।