ভারত, পাকিস্তান ও বাংলাদেশে আত্মোৎসর্গ : ইন্দিরা, ভুট্টো ও মুজিব
ড. ফায়সাল খোসা
📎
তিনজন নেতা এসেছিলেন উপমহাদেশে।
তাঁদের প্রভাব, তাঁদের ঘিরে থাকা বিতর্ক, তাঁদের উত্তরাধিকার আজকের দিন পর্যন্ত রাজনৈতিক বৈরিতায় ইন্ধন জুগিয়ে চলেছে।
রাজনীতির আকাশে বিশাল নক্ষত্রের মতন জ্বলজ্বল করছে আজও তাঁদের নাম- শেখ মুজিবুর রহমান, ইন্দিরা গান্ধী, জুলফিকার আলী ভুট্টো। তাঁদের রাজনৈতিক ভূমিকা সম্পর্কে রয়েছে পরস্পরবিরোধী কাহিনী। বক্তার ওপর নির্ভর করে প্রতিটা কাহিনীর থাকে ‘বাংলাদেশী’, ‘ভারতীয় ও ‘পাকিস্তানী’ সংস্করণ। এসব সংস্করণের মধ্যে সংযোগ অন্বেষণ এবং তিন নেতার পূর্ণাঙ্গ ও বস্তুনিষ্ঠ রাজনৈতিক প্রতিকৃতি তুলে ধরা হয়েছে এই বইতে।
এই তিনজন কিংবদন্তিতুল্য নেতা উপমহাদেশের রাজনীতিতে রেখে গিয়েছেন অমোচনীয় দাগ। শেখ মুজিবুর রহমান, ইন্দিরা গান্ধী ও জুলফিকার আলী ভুট্টো নিজ ভূখণ্ডে জনগণের নিরঙ্কুশ ভালোবাসা পেয়েছেন, আবার প্রতিহিংসারও শিকার হয়েছেন।
অনুগামী, গুণগ্রাহী আর অনুগত সমর্থকরা তাঁদের আইডলে পরিণত করেছে, রোমান্টিক করে তুলেছে, করুণ রসের বস্তুতে পরিণত করেছে- তাঁদের স্মরণ করা হয় নায়ক ও শহীদ হিসেবে।
অন্যদিকে সমালোচকদের চোখে তাঁরা ক্ষমতালোভী স্বৈরাচারী, দলান্ধ— যাঁরা তাঁদের দেশের ইতিহাসে রেখে গেছেন কালো দাগ।
কাকতালীয় বিষয়, তাঁদের তিনজনেরই মৃত্যু হয়েছে অস্বাভাবিকভাবে।
📎📎
___________________
ঐতিহাসিক বিবরণীর মধ্যে বিদ্যমান থাকে জনমতের আপেক্ষিক স্বভাব, যেখানে বাস্তবতা ও ভুল ধারণা হতে পারে বুদ্ধির অগম্য, এমনকি কালক্রমে বদলেও যেতে পারে। উপমহাদেশের কিংবদন্তিতুল্য তিনজন রাজনৈতিক নেতা শেখ মুজিবুর রহমান, ইন্দিরা গান্ধী ও জুলফিকার আলী ভুট্টো-সম্পর্কে পরস্পরবিরোধী বিবরণ এ বইতে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যাতে পাঠক তার নিজস্ব উপসংহারে পৌঁছানোর সুযোগ পান। পূর্ণাঙ্গ ও বস্তুনিষ্ঠ সত্যের ধারণা হচ্ছে অলীক, পক্ষপাতমূলক ধারণা আর দোদুল্যমান সাক্ষ্যে তা ধোঁয়াচ্ছন্ন। অতীতের যেকোনও ঘটনার ক্ষেত্রে আমাদের জ্ঞান কখনও সম্পূর্ণ হতে পারে না, তার স্পষ্ট কারণ রয়েছে, এমনকি আমরা যদি তার কেন্দ্রবিন্দুও হই। ব্যক্তির প্রত্যাশা ও অভিজ্ঞতার প্রকাশ হয়ে পড়া পরিবর্তনের বাস্তবতা এবং প্রতিটা কাহিনীর অন্তত দুটি দিক থাকে। ভারত, পাকিস্তান ও বাংলাদেশের এই তিনজন নেতার রাজনৈতিক জীবনের প্রতিকৃতি এই বই। মোটা মোটা ইতিহাসগ্রন্থের ভার-ভারিক্কির তুলনায় এ বই হচ্ছে তীক্ষ্ণধার ছুরিকা। বাহুল্যবজিত, স্পষ্ট পক্ষপাতহীন।
📎📎
অনুবাদ প্রসঙ্গে
প্রথমেই বলে রাখি, অনুবাদ প্রসঙ্গে আমার এই বক্তব্যটুকু ছাড়া এ বইয়ের আর সবকিছু ড. ফায়সাল খোসার লেখা। ‘মুখবন্ধ,’ ‘অবতরণিকা,’ তার উৎসর্গলিপি ইত্যাদি কোনও কিছু বাদ না দিয়ে পুরো বইটি অনুবাদ করেছি। মূল বইটি ইংরেজিতে প্রকাশিত, এটি মূলানুগ বাংলা তরজমা। এবং এ বইয়ের যাবতীয় তথ্য, বক্তব্য ও মন্তব্য ড. ফায়সাল খোসার। আমি শুধু এ বইয়ের অনুবাদক; ব্যাখ্যাদাতা নই। তবে অনুবাদে যাতে কোনও ভুল না হয়, সে ব্যাপারে সতর্ক থেকেছি। ড. ফায়সাল খোসা যে বিষয়বস্তু নিয়ে এ বই রচনা করেছেন, আমাদের পক্ষে তা রাষ্ট্রীয়ভাবে বা সাংগঠনিকভাবে এবং এমনকি ব্যক্তিকভাবেও স্পর্শকাতর। এর সঙ্গে জড়িয়ে রয়েছে জাতীয় ট্র্যাজেডি। ড. ফায়সাল খোসা সেটা ভালভাবেই অবগত এবং সে কথা নিজেও লিখেছেন এখানে। সম্পূর্ণ বিষয়টির ওপর তিনি আলোকপাত করেছেন নির্মোহ, পক্ষপাতহীন। এই নিরপেক্ষতার কারণেই আমার প্রকাশক ও শিশুসাহিত্য লেখক সাঈদ বারী ও আমি বইটির অনুবাদ প্রকাশে আগ্রহী হয়েছি। বাংলাদেশের অভ্যুদয়ের প্রেক্ষাপট যারা বস্তুনিষ্ঠভাবে জানতে ও বুঝতে চান, তাদের জন্য এ বই মহার্ঘ।
প্রমিত হোসেন
📎📎
_______________
বিষয়সূচি
কিছু পরিমাণে নেতৃত্ব হচ্ছে সৌন্দর্য্যের মত: একে সংজ্ঞায়িত করা মুশকিল, তবে যখন আপনি এটা দেখবেন তখন বুঝবেন।
—ওয়ারেন বেনিস*
অনুবাদ প্রসঙ্গে ১৫
মুখবন্ধ ১৭
অবতরণিকা ১৯
১. একক নেতার ব্যক্তিত্ব, রাজনীতি ও নেতৃত্বের কৌশল ২১
২. ভারত ও পাকিস্তানের স্বাধীনতার কথা ৩৭
৩. ক্ষমতার দিকে মুজিবের উত্থান; ক্ষমতার দিকে ভুট্টোর উত্থান ৫৩
৪. পাকিস্তান ও ভারতের সাধারণ নির্বাচন : যুদ্ধের দিকে যাওয়া ৭০
৫. বাঙালির মুক্তির আন্দোলনে তৃতীয় ভারত-পাকিস্তান যুদ্ধ
৯৯
৬. শত্রুকে স্বাগত: ভুট্টো, মুজিব ও ইন্দিরার মধ্যে বৈঠক ১২৮
৭. মতভেদ নিরসন ও এগিয়ে চলা ১৪৪
৮. ক্ষমতাবানের পতন হয় কীভাবে: পতন ও শহীদত্ব ১৬১
শেষ কথা ১৮২
ড. ফায়সাল খোসা
Title :
মেকিং অব মার্টারস ইন ইন্ডিয়া, পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ : ইন্দিরা, ভুট্টো অ্যান্ড মুজিব